মহান স্বাধীনতা দিবসে পালিত হবে নানা কর্মসূচিঃ ছবি সংগ্রহীত
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি পালন করতে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে।
এদিন সকাল ৬টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।
এছাড়া, বিদেশি কূটনীতিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। দেশের সকল জেলা ও উপজেলার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এদিন ঢাকাসহ সারাদেশে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন হবে। বিশেষ করে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ ভবনগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হবে, তবে ২৫ মার্চ গণহত্যার কালরাতে আলোকসজ্জা করা যাবে না।
এছাড়া, দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র এবং চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করবে। জেলা ও উপজেলা পর্যায়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, হাডুডু খেলাও অনুষ্ঠিত হবে।
বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে এবং ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হবে।
বিশেষত, দেশের সকল শিশুপার্ক ও জাদুঘরসমূহ এই দিন বিনা টিকিটে উন্মুক্ত থাকবে। চট্টগ্রাম, খুলনা, মোংলা ও পায়রা বন্দরসহ ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জ, বরিশাল ও চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজসমূহ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।
এদিন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা দিবসের তাৎপর্য তুলে ধরে বাণী প্রদান করবেন এবং সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়া মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।
স্বাধীনতা দিবসের এই কর্মসূচি দেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News