ছবি সংগ্রহীত
আজকের আলোচিত খবরটি মুন্সীগঞ্জ থেকে। গতকাল (২৩ মার্চ) মধ্যরাত থেকে আজ (২৪ মার্চ) সকাল পর্যন্ত কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে মীরকাদিম ও সিপাহীপাড়া এলাকায়।
গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে, তিনটি জাল তৈরির কারখানা, দুটি গোডাউন এবং একটি আয়রন মিল তল্লাশি করা হয়। অভিযানে ৪ কোটি ৯৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং সুতার রিলের ৪০ হাজার পিচ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭৩ কোটি ৪৯ লাখ টাকা।
কোস্ট গার্ডের ঢাকা জোনের অধীন বিসিজি স্টেশন পাগলা কর্তৃক পরিচালিত এই অভিযানে, অবৈধভাবে এসব সামগ্রী তৈরির কাজ চলছিল। জব্দ করা এসব কারেন্ট জাল ও সুতার রিল পরে মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে কোস্ট গার্ডের পক্ষ থেকে, যাতে করে এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News