ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 12:06 AM, 26 March 2025.
Digital Solutions Ltd

গাজায় হামাস-বিরোধী বিক্ষোভ: ইসরায়েলি হামলার মধ্যে ফিলিস্তিনিদের প্রতিবাদ

Publish : 12:06 AM, 26 March 2025.
গাজায় হামাস-বিরোধী বিক্ষোভ: ইসরায়েলি হামলার মধ্যে ফিলিস্তিনিদের প্রতিবাদ

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

গাজার অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলি হামলা চলছেই, এবং প্রতিদিনই প্রাণহানির সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে, শত শত ফিলিস্তিনি গাজার রাস্তায় নেমে এসেছে তাদের বিরোধিতা জানাতে। তারা হামাসের শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন, দাবি করেছে যে, গাজায় হামাসকে ক্ষমতা থেকে সরে যেতে হবে।

বুধবার (২৬ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় হামাস-বিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা "হামাস বেরিয়ে যাও" স্লোগান দিয়ে তাদের দাবির পক্ষে রাস্তায় নেমে এসেছেন। তবে, হামাসের মুখোশধারী যোদ্ধারা বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়ে এবং জোরপূর্বক তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বিক্ষোভের ভিডিও ফুটেজে গাজার বেইত লাহিয়ায় যুবকদের মিছিল করতে দেখা গেছে। তারা স্লোগান দিচ্ছিল, "হামাস বেরিয়ে যাও", এমনকি "মুসলিম ব্রাদারহুডের শাসন নিপাত যাক" বলে চিৎকারও করছিল।

এদিকে, হামাসপন্থি সমর্থকরা এই বিক্ষোভকে নেতিবাচকভাবে দেখছেন এবং অংশগ্রহণকারীদের বিশ্বাসঘাতক আখ্যা দিচ্ছেন। হামাস এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে, গাজায় ইসলামিক জিহাদের বন্দুকধারীরা ইসরায়েলে রকেট হামলা চালানোর পর এই বিক্ষোভ শুরু হয়।

বিবিসি জানিয়েছে, গাজার প্রায় দুই মাসের যুদ্ধবিরতির পর ইসরায়েল পুনরায় সামরিক অভিযান শুরু করে এবং নারী ও শিশুসহ শত শত ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি পরিত্যাগ করার পর থেকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

এক বিক্ষোভকারী মোহাম্মদ দিয়াব বলেন, “আমরা কারও জন্য মরতে রাজি নই। হামাসকে পদত্যাগ করতে হবে এবং শোকাহতদের কণ্ঠস্বর শুনতে হবে।”

বিবিসি বলছে, ২০০৭ সাল থেকে গাজার শাসক হিসেবে রয়েছে হামাস। তবে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর হামাসের বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনা বৃদ্ধি পেয়েছে।

এ পরিস্থিতিতে, গাজার জনগণ চায়, হামাস তাদের শাসন ক্ষমতা থেকে সরে গিয়ে ফিলিস্তিনিদের শোক ও দুঃখের কণ্ঠস্বর শুনবে।

এটি ছিল গাজার এক গুরুত্বপূর্ণ প্রতিবাদ, যেখানে ফিলিস্তিনিরা নিজেদের স্বাধীনতা ও অধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে" – ফখরুল শিরোনাম ত্রাণ বন্ধ, খাদ্য সংকটে বিপর্যস্ত গাজার জনগণ শিরোনাম মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ, দুজনকে কুপিয়ে আহত শিরোনাম দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিরোনাম গাইবান্ধায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, প্রাণ গেল দুটি গরুর শিরোনাম বৃদ্ধাশ্রমে মায়ের আকুতি: সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা