ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 06:11 AM, 19 April 2025.
Digital Solutions Ltd

মোংলায় জমি বিরোধে সংঘর্ষ, যুবদল নেতাসহ আহত ৩

Publish : 06:11 AM, 19 April 2025.
মোংলায় জমি বিরোধে সংঘর্ষ, যুবদল নেতাসহ আহত ৩

মোংলায় জমি বিরোধে সংঘর্ষ, যুবদল নেতাসহ আহত ৩ঃ ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

বাগেরহাটের মোংলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে যুবদল নেতা মিজান সরদারসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা সফিকুল খন্দকার এবং যুবদল নেতা মিজান সরদারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিক সালিশ হলেও বিরোধের সমাধান হয়নি।

শুক্রবার রাতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. লায়ন শেখ ফরিদুল ইসলামের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাজারে চা খাওয়ার সময় মিজান সরদারকে লক্ষ্য করে সফিকুল খন্দকারের নেতৃত্বে একদল লোক অতর্কিতে হামলা চালায়। এতে মিজান সরদার ও তার সহযোগী মোস্তফা শিকারী গুরুতর আহত হন।

এ সময় মিজানের লোকজন পাল্টা প্রতিরোধ করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সফিকুল খন্দকারও আহত হন। পরে স্থানীয়রা তিনজনকেই উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চিকিৎসকদের বরাতে জানা যায়, মিজান সরদার ও সফিকুল খন্দকারের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মোস্তফা শিকারীর আঘাত তুলনামূলকভাবে সামান্য।

মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান জানান, “সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে এবং উভয় পক্ষ থেকেই থানায় অভিযোগ দেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম 'বিয়ের স্বপ্ন তো দেখাই হয়'–কেয়া পায়েল শিরোনাম বাংলাদেশের বাঁধ নিয়ে ভারতে উদ্বেগ, সীমান্তে উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল শিরোনাম ড. ইউনূসের ‘থ্রি জিরো’ ভিশন: বিশ্ববাসীর প্রতি আহ্বান শিরোনাম বৃষ্টিতে ভিজে কারাগারে মানবেতর পরিবেশে জুনায়েদ আহমেদ পলক শিরোনাম সকালে খালি পেটে বেল খাওয়ার উপকারিতা: কীভাবে শরীর উপকৃত হয়? শিরোনাম আল্লাহর নিয়ামত ও মানুষের গাফিলতি: কৃতজ্ঞতার শিক্ষা