ছবি সংগৃহীত
আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও রাজনৈতিক কার্যক্রমে জনভোগান্তি রোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৯ এপ্রিল) ঢাকার বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সামনে আওয়ামী লীগের যে কোনো ঝটিকা মিছিল দ্রুত ও সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে আনতে হবে। কেউ যদি দায়িত্বে অবহেলা করে, কিংবা ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয় থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”
তিনি আরও বলেন, “পুলিশের বদলির আদেশের পরও কেউ যদি নতুন কর্মস্থলে যোগ না দেয় এবং আগের জায়গায় অবস্থান করে, এমন অনিয়ম বরদাস্ত করা হবে না। সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
থানা পরিদর্শনকালে তিনি থানার ভেতরের কক্ষ, ক্যান্টিন ও কর্মপরিবেশ ঘুরে দেখেন। পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও উপস্থিতি নিয়েও খোঁজখবর নেন তিনি। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে থানায় তাদের অভিজ্ঞতা জানতে চান উপদেষ্টা।
উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে তিনি প্রথমে বিমানবন্দর থানা পরিদর্শন করেন এবং পরবর্তীতে ঢাকার আরও তিনটি থানা ঘুরে দেখেন।
সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে তৎপর রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে হলে মাঠপর্যায়ে নিয়োজিত পুলিশ সদস্যদের আরও বেশি সক্রিয় ও জবাবদিহিতামূলক হতে হবে।”
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News