ছবি সংগৃহীত
দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে মাত্র ১৩৯টি।
শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। যদিও স্বস্তির খবর হলো—এদিন করোনায় আক্রান্ত হয়ে দেশে কোনো মৃত্যু হয়নি।
এর আগের দিন, শুক্রবার (১৩ জুন) ১৭৪টি নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয় এবং মৃত্যু হয় ২ জনের।
এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০৭ জনে। মোট মৃত্যুর সংখ্যা এখনও ২৯ হাজার ৫০২ জনেই রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪০১ জনে।
বিশেষজ্ঞরা বলছেন, নমুনা পরীক্ষার সংখ্যা কমে আসায় প্রকৃত সংক্রমণ চিত্র পুরোপুরি বোঝা যাচ্ছে না। সংক্রমণ কম থাকলেও সতর্কতা জরুরি, বিশেষ করে বৃদ্ধ, শিশু ও অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে।
দেশে করোনা সংক্রমণের ইতিহাসে উল্লেখযোগ্য দিন ছিল ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট, যেদিন সর্বোচ্চ ২৬৪ জন করে মানুষ প্রাণ হারান।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনা শনাক্ত হয় এবং ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু হয়। এরপর প্রায় তিন বছরের ভয়াবহ লড়াইয়ে লাখো মানুষ আক্রান্ত হন, অনেকে প্রিয়জন হারিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখনো করোনা নিয়ন্ত্রণে রয়েছে, তবে হঠাৎ করে সংখ্যার উর্ধ্বগতি নতুন করে ভাবনার জন্ম দিচ্ছে। বিশেষ করে যেসব এলাকায় টিকা কাভারেজ কম, সেসব অঞ্চলে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
করোনার সংক্রমণ এখনো শেষ হয়নি। তাই সতর্কতা এবং সচেতনতা—এই দুটোই হতে হবে প্রধান অস্ত্র।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News