ঢাকা, ১২ জুলাই, ২০২৫
জেষ্ঠ্য প্রতিবেদক: দিবস তালুকদার :
Publish : 02:43 AM, 09 July 2025.
Digital Solutions Ltd

তেল খরচ লাখ টাকার, ভেটেরিনারি ক্লিনিক এর চিকিৎসা কোথায়?

Publish : 02:43 AM, 09 July 2025.
তেল খরচ লাখ টাকার, ভেটেরিনারি ক্লিনিক এর চিকিৎসা কোথায়?

ছবি সংগৃহীত

জেষ্ঠ্য প্রতিবেদক: দিবস তালুকদার :

আপনার গরু কি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে? পশুচিকিৎসকের প্রয়োজন? চিন্তা নেই—কারণ আপনার দরজায় আসবে সরকারি মোবাইল ভেটেরিনারি ক্লিনিক। 

হ্যাঁ, সরকার এমনই বলেছিল...” "কিন্তু বাস্তবে অন্য কিছু "

"সড়ক দাপিয়ে চিকিৎসার গাড়ি যাচ্ছে। কিন্তু গন্তব্য সেবা গৃহীতার বাড়ি নয়, ব্যক্তিগত কাজে অন্য কোথাও। যেটা আইনগতভাবে পুরোপুরি অবৈধ। 

 "দরিদ্র খামারির ডাক উপেক্ষা করে এই সেবার গাড়ি ব্যস্ত কেনাকাটায়, ভ্রমণে, এমনকি... সরকারি দপ্তরের অজুহাতে ব্যক্তিসেবায়!"

 "যে গাড়িতে থাকার কথা ছিল ঔষধ, পশু চিকিৎসার সরঞ্জাম আর ভ্যাকসিন  —সেই গাড়িতে আজ বোঝাই হচ্ছে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র। 

"কার গাফিলতি? কার লোভ? আর কতখানি বিকৃত হয়েছে জনসেবার মান?"

 "লাখ লাখ টাকার তেল খরচ.... কিন্তু চিকিৎসা কোথায়? সম্প্রতী ভবন সংস্কারের জন্য সরকারী বরাদ্দের অর্থ ফেরৎ গেলো কার জন্যে?

ভ্রাম্যমান ক্লিনিকটি ডেইরী উন্নয়ন প্রকল্প থেকে চালু হওয়া একটি বিশেষ উদ্যোগ, যার লক্ষ্য ছিল পশু চিকিৎসাকে সহজ সুলভ করে তোলা। 

ভ্রাম্যমান ভেটেরিনারি ক্লিনিক শুধু একটি গাড়ি নয়, এটি ছিল চিকিৎসার গন্তব্যে পৌঁছানোর প্রতিশ্রুতি।

ঝালকাঠিতে সেই ক্লিনিক এখন ‘জনসেবা’র বদলে হয়ে উঠেছে ‘ব্যক্তিসেবা’র বাহন।

সার্চ বিডি নিউজ-এর অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।"

প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে ভ্রাম্যমাণ পশু চিকিৎসা ইউনিট—মোবাইল ভেটেরিনারি ক্লিনিকটি চালু করেছিলো ডেইরী উন্নয়ন প্রকল্প। যা ছিলো পশুপ্রেমিক খামারিদের জন্য চিকিৎসার আশার আলো। গবাদি পশুর জরুরি চিকিৎসা, রোগ নির্ণয় ও ভ্যাকসিনেশন, প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌঁছানো। 

প্রতিটি ইউনিটে থাকার কথা ছিল চিকিৎসক, সহকারী, ওষুধ ও যন্ত্রপাতিসহ একটি সাজানো ভ্রাম্যমাণ ইউনিট। কিন্তু বাস্তবে তা ভিন্ন? 

"ঝালকাঠি জেলা প্রাণিসম্পদ অফিসের বরাদ্দ পাওয়া মোবাইল ভেটেরিনারি ক্লিনিক নিয়মিত জনসেবা দিচ্ছে না।

খামারিদের একাধিক অভিযোগ অনুসারে, গাড়িটি ব্যবহার হচ্ছে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামানের ব্যক্তিগত সফরে।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন।  এই ছয় মাসে  জ্বালানি খরচের তথ্য সংগ্রহ করেছে সার্চ বিডির টিম।যা দেখে আপনার মাথা ঘুরে যাবে। 

ঝালকাঠি সদরে ১,০১,৭০০ টাকা

রাজাপুরে ১,০১,৭০০ টাকা

নলছিটিতে ১,০১,৭০০ টাকা

এবং

কাঠালিয়া উপজেলায় ৫৯,৩০০ টাকা

"অথচ ওই সময়ের মধ্যে এই খামারিরা বলছেন, তাদের কাছে এই গাড়ি পৌঁছায়নি একবারও। তাহলে প্রশ্ন উঠে—এই তেল গেল কোথায়?

শুধু তাই নয়, মন্ত্রণালয়ের সরাসরি নির্দেশনা প্রত্যাখ্যান করে গাড়ির সামনে পতাকার দন্ড লাগিয়ে দাপিয়ে ঘুড়ে বেড়ায় এই গাড়ি। 

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক নোটিশে বলা হয়েছে। 

প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় যে সকল উপজেলায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিক দেয়া হয়েছে সে সকল মোবাইল ভেটেরিনারি ক্লিনিক এ কোন ফ্ল্যাগ স্ট্যান্ড লাগানো যাবে না। অধিক্ষেত্র ও প্রাণি চিকিৎসা কাজ ব্যতিত অন্যত্র মোবাইল ভেটেরিনারি ক্লিনিক ব্যবহার করা যাবে না। বিষয়টি কঠোরভাবে মেনে চলার নির্দেশ প্রদান করা হলো।

এখন প্রশ্ন হল :

এই খরচ কী সেবার জন্য, নাকি অর্থলোপাটের ফাঁদ?"

২০২৪-২৫ অর্থবছরের বাজেট বরাদ্দে ঝালকাঠির হাসপাতাল ও অফিস সংস্কারের জন্য বরাদ্দকৃত অর্থ ইতিমধ্যেই ফেরত পাঠানো হয়েছে। যার বাজেট ক্রিত অর্থের পরিমাণ 

জেলা প্রাণিসম্পদ কার্যালয়: ৩,০০,০০০ টাকা

জেলা ভেটেরিনারি হাসপাতাল: ৩,০০,০০০ টাকা,

সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস: ৫,০০,০০০ টাকা কাঠালিয়া উপজেলা অফিস: ৫,০০,০০০ টাকা।

 "অগ্রাধিকার ভিত্তিতে ভবনের সীমানা প্রাচীর ও সংস্কারের জন্য এই বরাদ্দ এসেছিল। কিন্তু দায়িত্বশীলতা ও তদারকির অভাবে পুরো বাজেট ফেরত গেছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, একবার ফেরত গেলে ভবিষ্যতে বরাদ্দ পাওয়াও কঠিন হয়ে পড়ে।"

"এমন অভিযোগের মধ্যেই সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগ দিয়েছেন নতুন কর্মকর্তা ডা. ফারুক হোসেন। তিনি বলেছেন—"

সাক্ষাৎকার 

"গাড়িটি এখনো আমি বুঝে পাইনি। বুঝে নিলে আমি নিশ্চিত করবো এটি কেবল চিকিৎসার জন্যই ব্যবহার হয়। প্রত্যন্ত গ্রামেও এটি পাঠানো হবে রুটিন করে।"

ডিএলও মো. আসাদুজ্জামান বলেন "আমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা সত্য নয়। গাড়িতে জিপিএস লাগানো আছে, মন্ত্রণালয় ট্র্যাক করতে পারে। কোথায় যাই সবই রেকর্ড হয়।"

"সরকারি সেবাকে নিজের সেবায় রূপান্তর করার এই প্রবণতা প্রশ্ন তো তোলে, আস্থাও নষ্ট করে।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাগেরহাট টানা ভারী বর্ষণে পানিবন্দি হাজারো পরিবার, তলিয়ে গেছে চিংড়ি ঘের ও পুকুর । শিরোনাম বাগেরহাটে হ্যামকো কোম্পানির ডাকাতি মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯ শিরোনাম এসএসসির ফল প্রকাশ: ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে // পাশের হার ৯৯.৭৭ শিরোনাম ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নারী শিরোনাম কিশোরগঞ্জে সাত বছরের শিশুকে নৃশংস নির্যাতনের পর গাছে ঝুলিয়ে হত্যা শিরোনাম ঝালকাঠিতে অর্ধেকে নেমেছে দিনমজুরের আয়