ছবি সংগৃহীত
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ইউনাইটেড হসপিটাল লিমিটেডের জেনারেল ম্যানেজার (কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) ডা. মো. ফজলেরাব্বী খান জানান, সকাল ১০টার দিকে তাকে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, “আমরা তাকে ব্রট ডেড অবস্থায় পেয়েছি।”
বর্তমানে তার মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী একমাত্র কন্যা দেশে ফেরার পর জানাজা ও দাফনের সময়সূচি নির্ধারণ করা হবে।
এটিএম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ বছর মেয়াদে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক অস্থিরতা ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংঘটিত একাধিক গুরুত্বপূর্ণ সময়ের দায়িত্বে থাকা এই কমিশনার নির্বাচন কমিশনের স্বাধীনতা ও গ্রহণযোগ্যতা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখেন।
তিনি প্রশাসনিক দক্ষতা, নিরপেক্ষতা ও দূরদর্শিতার জন্য রাজনৈতিক মহল ও নাগরিক সমাজে প্রশংসিত ছিলেন। বিশেষ করে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় তার নেতৃত্ব সর্বমহলে আলোচিত ছিল।
শামসুল হুদার মৃত্যুতে দেশের নির্বাচন ব্যবস্থার এক অভিজ্ঞ পথপ্রদর্শকের অবসান ঘটল। বিভিন্ন মহল থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News