ঢাকা, ১৯ জুলাই, ২০২৫
ডেস্ক রিপোর্টার :
Publish : 01:08 AM, 14 July 2025.
Digital Solutions Ltd

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা ট্রাম্পের, পুতিনকে নিয়ে অসন্তোষ

Publish : 01:08 AM, 14 July 2025.
ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা ট্রাম্পের, পুতিনকে নিয়ে  অসন্তোষ

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইউক্রেনে পাঠানো হবে মার্কিন প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম। তবে এ ব্যয় বহন করবে ইউরোপীয় ইউনিয়ন। একইসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন, “পুতিন যা বলেন, তা নিজেও মানেন না।”

সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

রোববার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,

“আমরা এর জন্য কিছুই দিচ্ছি না। ইউরোপীয় ইউনিয়ন সব ব্যয় দেবে। এটা আমাদের জন্য ব্যবসা হবে।”

তবে ঠিক কতগুলো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠানো হবে—সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি তিনি।

ট্রাম্প তাঁর বক্তব্যে রুশ প্রেসিডেন্ট পুতিনের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,

“পুতিন খুব সুন্দর করে কথা বলেন, কিন্তু রাত নামলেই বোমা ফেলেন—এটা ভালো লাগে না।”

তিনি আরও বলেন, “অনেকেই পুতিনকে ভিন্নভাবে চিনত। আমিও ভেবেছিলাম উনি কথা রাখেন। কিন্তু এখন মনে হচ্ছে, উনি যা বলেন, তা নিজেও মানেন না।”

ডোনাল্ড ট্রাম্প জানান, সোমবার তিনি ন্যাটো মহাসচিব মার্ক রুটে-এর সঙ্গে একটি বৈঠকে মিলিত হবেন। রুটে বর্তমানে দুই দিনের সফরে ওয়াশিংটনে অবস্থান করছেন। সফরে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং কংগ্রেস সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন।

ট্রাম্প বলেন, “রাশিয়ার ওপর সোমবার কোনও নতুন নিষেধাজ্ঞা আসছে কিনা, তা ওই বৈঠকেই জানা যাবে।” তিনি উল্লেখ করেন, ইউরোপ ইতিমধ্যেই রাশিয়ার ওপর কয়েক দফা নিষেধাজ্ঞা দিয়েছে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ও রিচার্ড ব্লুমেনথাল "Sanctioning Russia Act of 2025" নামে একটি বিল উত্থাপন করেন। এতে বলা হয়, যারা রাশিয়া থেকে তেল, গ্যাস বা ইউরেনিয়াম আমদানি করবে, তাদের পণ্যের ওপর ৫০০ শতাংশ ট্যারিফ আরোপ করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, তিনি সোমবার রাশিয়া নিয়ে “গুরুত্বপূর্ণ ঘোষণা” দেবেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে ট্রাম্পের এই কৌশল মার্কিন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কূটনীতিতে বড় বার্তা বহন করছে।

 

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আগুনে পুড়ে নিঃশেষ একটি পরিবার : পাঁচজনের করুণ মৃত্যু শিরোনাম জামায়াতের জাতীয় সমাবেশে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা শিরোনাম চার দিনের সংঘাতের পর সিরিয়া-ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হল শিরোনাম সোহরাওয়ার্দী মুখী নেতাকর্মীদের ঢল, স্লোগানে উত্তাল রাজধানী শিরোনাম গোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য শিথিল হলো কারফিউ, স্বস্তি ফিরছে জনজীবনে শিরোনাম সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের ঐতিহাসিক জাতীয় সমাবেশ শুরু