ঢাকা, ০৮ সেপ্টেম্বর, ২০২৫
বিনোদন ডেস্ক :
Publish : 02:33 AM, 07 September 2025.
Digital Solutions Ltd

বিজয়ের সঙ্গে কি বাগদান সারলেন রাশমিকা মান্দানা?

Publish : 02:33 AM, 07 September 2025.
বিজয়ের সঙ্গে কি বাগদান সারলেন রাশমিকা মান্দানা?

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :

দক্ষিণী চলচ্চিত্র জগতে বহুদিন ধরে জল্পনা চলছিল—বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্ক নিয়ে। সম্প্রতি নেটিজেনদের চোখে পড়েছে এমন কিছু চিহ্ন, যা আবার নতুন করে বাগদানের গুঞ্জন তৈরি করেছে।

নেটিজেনরা লক্ষ্য করেছেন, রাশমিকার আঙুলে হিরের একটি আংটি, যা তাদের অনুরাগীদের কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে। বিজয়–রাশমিকা বহুবার একই জায়গা থেকে ছবি পোস্ট করেছেন, যদিও কখনো একসঙ্গে ধরা দেননি। তবে ছবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আচরণ থেকে বোঝা যাচ্ছে, সম্পর্কটি একেবারেই ঘনিষ্ঠ।

রাশমিকা সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে লিখেছেন, “এই ছবিতে সব কিছু আমার খুব প্রিয়। শাড়ির রং, এই জায়গা, আর যেই নারী আমাকে এই শাড়ি উপহার দিয়েছেন, তিনিও আমার খুব প্রিয়। যে ছবিগুলো তুলে দিয়েছে, সেই চিত্রগ্রাহকও আমার খুব প্রিয়। এই ছবির কোনো বিকল্প নেই।”

নেটিজেনরা মনে করছেন, এটি বিজয় দেবরকোন্ডার বাড়ি থেকে তোলা ছবি, যা আরও জোরালো করে দিয়েছে বাগদান ও শীঘ্রই বিয়ের গুঞ্জন। চলতি বছরের জুনে এমন খবরও ছড়িয়েছিল যে, দুই তারকা ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু করেছেন।

এদিকে বিজয় এবং রাশমিকা এ বিষয়ে সরাসরি কিছু জানাননি। তবে ফ্যানরা নিশ্চিত, খুব শীঘ্রই এই জুটি বাগদানকে আনুষ্ঠানিক করে বিয়ের পিঁড়িতে বসতে পারে।

দক্ষিণী সিনেমার অনুরাগীরা এখন এই সম্পর্ক এবং আসন্ন ঘরোয়া অনুষ্ঠানের প্রতিটি আপডেটের জন্য মুখিয়ে আছেন।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান আর নেই শিরোনাম কক্সবাজার সমুদ্রে নিখোঁজ ক্রিকেটার মুশফিকের ভাতিজার মরদেহ উদ্ধার শিরোনাম নিজ আবাসনেই হেনস্তার শিকার অভিনেত্রী দেবচন্দ্রিমা, আতঙ্কে দিন কাটছে শিরোনাম জোরপূর্বক বিয়েতে বিষ খেয়ে কনের আত্মহত্যা, স্তব্ধ পুরো গ্রাম শিরোনাম দেড় যুগের হাটুকাদা রাস্তায় ভোগান্তিতে নলছিটির শংকরপাশা গ্রামের মানুষ শিরোনাম বগুড়ায় ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে হত্যা, মূল অভিযুক্ত গ্রেফতার