ছবি সংগ্রহীত
চট্টগ্রামের হালিশহরে পঞ্চম বিয়ের জেরে চতুর্থ স্ত্রীর হাতে খুন হয়েছেন মো. আলাউদ্দিন নামে এক যুবক। শনিবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে হালিশহর আবাসিক এলাকার একটি ভবনে ঘটে এ মর্মান্তিক হত্যাকাণ্ড।
হালিশহর থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন, নিহত আলাউদ্দিন নোয়াখালীর সোনাইমুড়ীর বাসিন্দা এবং পেশায় দিনমজুর ছিলেন। তার চতুর্থ স্ত্রী নুর জাহান, যিনি নোয়াখালীর মাইজদীর বাসিন্দা, স্বামীর পঞ্চম বিয়ের খবরে ক্ষুব্ধ হয়ে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন।
হত্যাকাণ্ডের পর নুর জাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক স্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এমন নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পঞ্চম বিয়ের কারণে জীবন দিতে হলো আলাউদ্দিনকে। আর এই হত্যার দায়ে এখন কারাগারের পথে তার চতুর্থ স্ত্রী। কী পরিণতি হবে নুর জাহানের? জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News