এস আলম পরিবারের ৮১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা মো. সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮ হাজার ১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন। এই আদেশটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে।
দুদকের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হকের দায়ের করা আবেদন অনুসারে, শেয়ারগুলো অবরুদ্ধ করার উদ্দেশ্য হচ্ছে এস আলম গ্রুপ ও তার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে চলমান মানিলন্ডারিং অনুসন্ধান। অভিযোগে বলা হয় যে, সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংক থেকে অবৈধভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন এবং নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।
দুদক অনুসন্ধানে এটি পাওয়া যায় যে, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা তাদের অবৈধ সম্পদ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর করার চেষ্টা করছেন। এজন্য আদালত তাদের শেয়ার অবরুদ্ধ করার সিদ্ধান্ত নেন যাতে তদন্তের সময় এবং পরবর্তী পদক্ষেপে সম্পদগুলি উদ্ধার করা সহজ হয়।
এই আদেশের আগেও, গত ৭ অক্টোবর, এস আলম এবং তার পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। গত ১৬ জানুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি, আদালত এস আলমের পরিবারের ৩,৫৬৩ কোটি টাকার শেয়ার এবং ৩৬৮ কোটি টাকার ১৭৫ বিঘা সম্পদ অবরুদ্ধ করার আদেশ দেন। ১২ ফেব্রুয়ারি, ৪৩৭ কোটি টাকার শেয়ারও অবরুদ্ধ করা হয়েছিল।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News