ছবি সংগ্রহীত
পিরোজপুর জেলা হাসপাতালে এক কোটি ৭৮ লাখ টাকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী আত্মসাতের অভিযোগে জেলা সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরীফ শেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন দুদকের পিরোজপুর কার্যালয়ের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম।
তিনি জানান, গত ২৭ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি দুদকের অভিযানে ওষুধ ও চিকিৎসা সামগ্রীর জালিয়াতির প্রমাণ মেলায় মামলাটি করা হয়। তদন্তে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
আসামিরা হলেন—পিরোজপুর জেলা হাসপাতালের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, সিনিয়র কনসালট্যান্ট (গাইনী) ডা. ফারহানা রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নিজাম উদ্দিন, জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) সুরঞ্জিত কুমার সাহা, স্টোরকিপার মো. আল আমিন গাজী ও ওষুধ সরবরাহকারী চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক।
দুদকের তদন্তে দেখা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে চারটি প্রতিষ্ঠান জেলা হাসপাতালে ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করলেও সেগুলো স্টোরে পাওয়া যায়নি। পরে ২ ফেব্রুয়ারি আসামিরা ঘাটতি সমন্বয়ের চেষ্টা করলেও দুদক তা জব্দ করে।
এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, তিনি এখনো মামলার বিষয়ে কিছু জানেন না, তবে তদন্তে প্রকৃত সত্য উদঘাটিত হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News