ছবি সংগ্রহীত
রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন হত্যার ১৫ বছর পেরিয়ে গেলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের আপিল এখনও সর্বোচ্চ আদালতে বিচারাধীন।
রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি বিলম্বিত হওয়ায় আসামিপক্ষ দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছে। আসামিপক্ষের আইনজীবী মো. আমিনুল ইসলাম বলেন, "সাজাপ্রাপ্ত ২২৬ জনের পক্ষে আমরা আপিল করেছি, কিন্তু এখনও শুনানি শুরু হয়নি। প্রধান বিচারপতির কাছে দ্রুত নিষ্পত্তির আবেদন জানাচ্ছি।"
এছাড়া, বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটির বিচার কাজ নিম্ন আদালতে চলমান রয়েছে। এতে ইতোমধ্যে ২৮৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে।
২০১৩ সালে বিচারিক আদালতের রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ২০২০ সালে হাইকোর্ট ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে। খালাসপ্রাপ্ত ১৭৮ জন গত ৯ জানুয়ারি মুক্তি পেয়েছেন।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি সংঘটিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আপিল নিষ্পত্তি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। শহীদ পরিবারের সদস্যরা ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়ে আসছেন, অন্যদিকে আসামিপক্ষও দ্রুত নিষ্পত্তির প্রত্যাশা করছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News