ঢাকা, ০৩ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 02:47 PM, 27 March 2025.
Digital Solutions Ltd

ডিসেম্বরে নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় বিএনপি

Publish : 02:47 PM, 27 March 2025.
ডিসেম্বরে নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় বিএনপি

ডিসেম্বরে নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় বিএনপিঃ ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে এখনো সংশয়ে রয়েছে বিএনপি। দলটির নীতিনির্ধারকদের মতে, নির্বাচন নিয়ে এখনো নানা ষড়যন্ত্র চলছে, এমনকি সরকারের ভেতর থেকেই বিলম্বিত করার প্রচেষ্টা দেখা যাচ্ছে। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তাঁর সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের চেষ্টা করছে এবং নির্বাচন কমিশনও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। তবুও বিএনপির নেতারা নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।

সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেতাদের বক্তব্য-পর্যালোচনায় নির্বাচন নিয়ে সংশয়ের বিষয়টি উঠে আসে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন আয়োজন সম্ভব নয়। বিএনপির নেতারা মনে করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে হচ্ছে, যা নির্বাচনের অনিশ্চয়তা বাড়াচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘প্রধান উপদেষ্টা যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, তাহলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে যাবে এবং দেশে স্থিতিশীলতা আসবে।’

এদিকে সরকার সংবিধান, নির্বাচন কমিশন ও জনপ্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে। কমিশন ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে এবং মতামত চেয়ে চিঠি পাঠিয়েছে। আজ, ১৩ মার্চ, মতামত দেওয়ার শেষ দিন হলেও বিএনপি এখনই তাদের মতামত দিচ্ছে না। তারা বিস্তারিত প্রতিবেদন তৈরি করে পরে মতামত জানাবে।

বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ না করে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে চায়। দলটির নেতারা মনে করেন, সরকারকে আস্থায় রেখে নির্বাচনী প্রস্তুতি নেওয়াই কৌশলগতভাবে সঠিক হবে। তবে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে নিবন্ধিত ও অনিবন্ধিত দলগুলোর অন্তর্ভুক্তি নিয়ে বিএনপির মধ্যে কিছু প্রশ্ন রয়েছে।

সরকারের ওপর চাপ সৃষ্টি ও সমালোচনা অব্যাহত রাখলেও বিএনপি এমন কোনো পদক্ষেপ নিতে চায় না, যাতে সরকারের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটে। তাই নির্বাচন নিয়ে কৌশলগত অবস্থান নিয়েই এগোচ্ছে দলটি।

 

 

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে" – ফখরুল শিরোনাম ত্রাণ বন্ধ, খাদ্য সংকটে বিপর্যস্ত গাজার জনগণ শিরোনাম মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ, দুজনকে কুপিয়ে আহত শিরোনাম দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিরোনাম গাইবান্ধায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, প্রাণ গেল দুটি গরুর শিরোনাম বৃদ্ধাশ্রমে মায়ের আকুতি: সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা