ধর্ষণ ব্যাধি’ থেকে মুক্তির দাবিঃ ছবি সংগ্রহীত
ধর্ষণ এবং নারী নির্যাতন বন্ধে সরকারের কাছে ৫টি দাবি তুলে ধরে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। শনিবার (১৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে শতাধিক নারী অংশগ্রহণ করে তাদের দাবি জানায়।
ধর্ষণ নামক ব্যাধি থেকে সমাজকে মুক্ত করতে সরকারের কাছে তাদের ৫টি দাবি ছিল:
‘বেঁচে থাকা ও নিরাপত্তার অধিকার দাও’
‘ধর্ষকদের প্রকাশ্য জনসম্মুখে ফাঁসি চাই’
‘ধর্ষণ মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি কর’
‘ধর্ষণ মামলায় জামিন বিধান বাতিল কর’
‘ধর্ষণ মামলায় এক বিধান, এক শাস্তি; ধর্ষককে ফাঁসি দিবি’
মানববন্ধনে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপক নুরন্নিসা সিদ্দিকা বলেন, আছিয়া হত্যার মামলার রায় দ্রুত দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের মৃত্যুদণ্ড দিতে হবে। তিনি আরও বলেন, ইসলামী শিক্ষার মাধ্যমে নৈতিক মূল্যবোধে জনগণকে উজ্জীবিত করতে হবে এবং আইনগত কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে।
এছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী এবং নাজমুন্নাহার নীলও সরকারের কাছে ৫টি দাবির বাস্তবায়ন দাবি করেন। তারা জানান, ধর্ষণের বিচার দীর্ঘসূত্রিতায় পড়ায় সমাজে অপরাধ বাড়ছে, যা অবশ্যই বন্ধ করতে হবে।
মানববন্ধনে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, মার্জিয়া বেগমসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
তারা স্পষ্টভাবে জানিয়ে দেন, সরকারের দাবি বাস্তবায়ন না করলে নারী সমাজ কঠোর আন্দোলনে নামবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News