ছবি সংগ্রহীত
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, দেশের ৯২ শতাংশ জনগণ মুসলিম, আর আলেম সমাজ শৃঙ্খলাবদ্ধ। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার চিন্তা করছেন, তাদের আলেম সমাজকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।
রাজধানীর মহাখালির গাউসুল আজম কমপ্লেক্সে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ অন্যান্য রাজনৈতিক ও ধর্মীয় নেতারা।
এ এম এম বাহাউদ্দীন বলেন, আলেম সমাজ কখনো ক্ষমতার লোভ করে না, বরং তারা দুর্নীতি মুক্ত দেশ গঠনের স্বপ্ন দেখে। তিনি আরও বলেন, বিশ্বে প্রায় ২০০ কোটি মুসলিম, যেখানে নেতৃত্বের প্রতিযোগিতা চলছে। বাংলাদেশকেও ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে।
তিনি আরও বলেন, দেশে ৫ লাখের বেশি মসজিদ, কয়েক লাখ কাজী, ইমাম-মুয়াজ্জিন এবং লাখ লাখ মাদরাসার ছাত্র-শিক্ষক রয়েছেন। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার চিন্তা করেন, তাদের অবশ্যই আলেম সমাজকে গুরুত্ব দিতে হবে।
এই ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন—জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, মাওলানা রফিকুল ইসলাম খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশে আলেম সমাজ সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার এবং নৈতিক মূল্যবোধ রক্ষায় অবিচল। তাই দেশের ভবিষ্যৎ নেতৃত্বের ক্ষেত্রে আলেম সমাজের মতামত ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News