ভারতে মুসলিম নির্যাতন: ইসলামী আন্দোলনের নেতাদের উদ্বেগঃ ছবি সংগ্রহীত
ভারতে আবারও মুসলিম সংখ্যালঘু নির্যাতন শুরু হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি। তিনি বলেছেন, সংখ্যালঘু নির্যাতনে ভারত বিশ্বের মধ্যে শীর্ষে অবস্থান নেওয়ার পথে রয়েছে।
রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মঙ্গলবার (১৮ মার্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘বদরের শিক্ষা আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি বলেন, ভারতের সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহতা ভিন্ন দিকে প্রবাহিত করতে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে এবং বদরের শিক্ষা কাজে লাগিয়ে সকল অন্যায় ও অসত্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজি আতাউর রহমান বলেন, মার্কিন গোয়েন্দা প্রধান তুলশি গ্যাবর্ডের বাংলাদেশের বিরুদ্ধে দেওয়া বক্তব্য সম্পূর্ণ মিথ্যাচার। তিনি দাবি করেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবেই এসব অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। যারা বলেন, রাষ্ট্র সংস্কারের প্রয়োজন নেই, তারা আসলে দেশে ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন দেখছেন।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। রাষ্ট্র সংস্কার ছাড়া শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।
সভাপতির বক্তব্যে সংগঠনের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করতে হবে।
ফিলিস্তিনে চলমান সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল কাপুরুষোচিত হামলা চালাচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘন। তিনি ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কঠোর প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. ঈশা শাহেদী, ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারি মাসউদ, ইসলামী চিন্তাবিদ ইঞ্জিনিয়ার আবদুল হান্নান আল হাদীসহ গণঅধিকার পরিষদ, খেলাফত আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News