ছবি সংগ্রহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি তার দলের পূর্ণ সমর্থন ও আস্থা রয়েছে। তিনি বলেন, “কোনো ব্যক্তির ওপর আমাদের ক্ষোভ নেই, তবে প্রতিষ্ঠানটির ওপর আঘাত মেনে নেওয়া হবে না।”
শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। হাসনাত আরও বলেন, “অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। সেনাবাহিনীকে তাদের নির্ধারিত দায়িত্বে থাকতে হবে। আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে নই, বরং যারা তাদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে।”
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চাই না, তবে তাদের অপরাধের যথাযথ বিচার হলে তারা ৩০০ বছরেও বাংলার মাটিতে ফিরতে পারবে না। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।”
এনসিপি নেতা আরও ঘোষণা দেন, “বাংলার মাটিতে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে এনসিপির প্রতিটি কর্মী লড়বে।”
ভারতের প্রভাব সম্পর্কে তিনি বলেন, “এ দেশের নাটাই এতদিন ভারতের হাতে ছিল, তবে ৫ আগস্টের মাধ্যমে সেই সুতা কেটে দেওয়া হয়েছে। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ আর চলতে দেওয়া হবে না।”
সমাবেশ শেষে নেতাকর্মীরা শহীদ মিনারের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। এ সময় আওয়ামী লীগের বিচার ও দল হিসেবে নিবন্ধন বাতিলের দাবি জানানো হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News