ঢাকা, ০৩ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 11:21 PM, 24 March 2025.
Digital Solutions Ltd

বাংলাদেশ-চীন বাণিজ্য ঘাটতি: চীনা বিনিয়োগ আকর্ষণ ও রফতানি বৈচিত্র্যের প্রয়োজন

Publish : 11:21 PM, 24 March 2025.
বাংলাদেশ-চীন বাণিজ্য ঘাটতি: চীনা বিনিয়োগ আকর্ষণ ও রফতানি বৈচিত্র্যের প্রয়োজন

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি দিন দিন বাড়ছে, যদিও চীন বাংলাদেশের পণ্যের জন্য শতভাগ শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে। গত অর্থবছরে, চীন থেকে বাংলাদেশে আমদানি ব্যয় ছিল ১৬৬৪ কোটি ডলারের বেশি, যা দেশের মোট আমদানি ব্যয়ের ২৬.৩১ শতাংশ। তবে, চীনে রফতানি হয়েছে মাত্র ৪১ কোটি ডলার, যা মোট রফতানির ১ শতাংশেরও কম।

এ অবস্থায়, ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা মনে করছেন, চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমাতে রফতানি বৈচিত্র্যকরন অত্যন্ত জরুরি। তারা পরামর্শ দিচ্ছেন, চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে আকর্ষণ করতে হবে। বিশেষ করে, চীনা বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেলে, এতে দু’দেশের বাণিজ্য ভারসাম্যপূর্ণ হবে।

বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা আশা করছেন, প্রধান উপদেষ্টা শেখ হাসিনার আসন্ন চীন সফরের মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং কার্যকর উদ্যোগ নেয়া হবে।

বাংলাদেশ চায়না চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধা জানান, চীনে বাংলাদেশের পণ্য প্রবেশ করানোর জন্য প্রচেষ্টা বাড়াতে হবে, পাশাপাশি চীনা বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। এতে, দুই দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ কমবে।

অর্থনীতিবিদরা আরও বলছেন, বাংলাদেশের চীনের সঙ্গে ট্রেড বাস্কেটকে বৈচিত্র্যময় করার পাশাপাশি, দেশের উৎপাদন ক্ষমতা বাড়ানো প্রয়োজন, যাতে রফতানিযোগ্য পণ্য বৃদ্ধি পায়।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক মোস্তফা কে মুজেরি বলেন, চীনের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশে আরো বেশি মনোযোগ দিতে হবে।

এদিকে, সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ড. মোস্তাফিজুর রহমান যুক্ত করেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে হবে, এবং চীনের বিনিয়োগের ভিত্তিতে রফতানি পণ্য চীনের বাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে।

এভাবেই, চীনা পণ্যের উৎপাদনে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি, বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর জন্য প্রয়োজন তাত্ক্ষণিক উদ্যোগ ও শুল্কমুক্ত সুবিধার যথাযথ বাস্তবায়ন।

 

 

বাণিজ্য বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে" – ফখরুল শিরোনাম ত্রাণ বন্ধ, খাদ্য সংকটে বিপর্যস্ত গাজার জনগণ শিরোনাম মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ, দুজনকে কুপিয়ে আহত শিরোনাম দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিরোনাম গাইবান্ধায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, প্রাণ গেল দুটি গরুর শিরোনাম বৃদ্ধাশ্রমে মায়ের আকুতি: সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা