ঢাকা, ০৯ সেপ্টেম্বর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 12:29 AM, 08 September 2025.
Digital Solutions Ltd

ট্রাম্প পুতিনের চাওয়া পূরণ করেছেন: অভিযোগ জেলেনস্কির

Publish : 12:29 AM, 08 September 2025.
ট্রাম্প পুতিনের চাওয়া পূরণ করেছেন: অভিযোগ জেলেনস্কির

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইচ্ছাই পূরণ করেছেন। সম্প্রতি আলাস্কায় অনুষ্ঠিত ট্রাম্প–পুতিন বৈঠক নিয়ে এই মন্তব্য করেন তিনি।

গত ১৫ আগস্ট আলাস্কায় দুই দেশের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতা নিয়েই আলোচনায় বসেন ট্রাম্প ও পুতিন। যদিও বৈঠক থেকে প্রত্যাশিত কোনো অগ্রগতি আসেনি, তবু উভয় পক্ষ একে “ইতিবাচক পদক্ষেপ” হিসেবে আখ্যা দেয়।

কিন্তু ইউক্রেনকে এই আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়নি—এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন জেলেনস্কি। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,

“এটা খুবই দুঃখজনক যে ইউক্রেন বৈঠকে ছিল না। কারণ আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প আসলে পুতিনের চাওয়া পূরণ করেছেন। তার প্রবল ইচ্ছা ছিল মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করা—এবং সেটাই তিনি পেয়েছেন।”

জেলেনস্কি আরও বলেন, “পুতিন এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক খেলা খেলছেন। এটা অত্যন্ত বিপজ্জনক এবং দুঃখজনক।”

একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশের সমালোচনা করেন, যারা এখনো রাশিয়ার তেল ও গ্যাস কিনছে। জেলেনস্কির মতে, যুদ্ধের এই সময়ে রাশিয়ার জ্বালানি কেনা ‘অন্যায়’ এবং মস্কোর ওপর চাপ বাড়ানোর জন্য আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি প্রয়োজনে রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত। সম্প্রতি রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন তিনি।

এদিকে সংঘাতের ময়দানে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার রাতে প্রথমবারের মতো কিয়েভের প্রধান সরকারি ভবনে হামলা চালায় রাশিয়া। রাতভর চলে তীব্র আক্রমণ—ছোড়া হয় ৮০০-এর বেশি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র। অন্তত ৩৭টি স্থাপনায় আঘাত হানে হামলা, নিহত হন শিশুসহ চারজন।

ঘটনার নিন্দা জানিয়ে জেলেনস্কি এটিকে “নিষ্ঠুর অপরাধ” আখ্যা দেন। তিনি আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানান, রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য।

পাল্টা আক্রমণেও পিছিয়ে নেই ইউক্রেন। ব্রায়ানস্ক অঞ্চলের একটি কৌশলগত তেল পাইপলাইনে ড্রোন হামলা চালিয়ে মারাত্মক ক্ষতি করেছে কিয়েভের বাহিনী। একই সময়ে মস্কো দাবি করেছে, নিজেদের আকাশসীমায় অন্তত ৬৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা।

পাল্টাপাল্টি হামলা ও রাজনৈতিক অচলাবস্থার কারণে শান্তি আলোচনা আরও অনিশ্চিত হয়ে পড়ছে। বিশ্ব সম্প্রদায় এখন কৌতূহলী, ট্রাম্পের মধ্যস্থতায় এই যুদ্ধের গতি কোন দিকে মোড় নেবে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঢাবি ভিসি: ডাকসু নির্বাচনে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন শিরোনাম নলছিটিতে চাঁদা না দেওয়ায় দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে শিরোনাম নলছিটিতে কন্যা হত্যার মামলার বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি শিরোনাম ভোলায় প্রকাশ্যে নারী নির্যাতন: বিএনপি নেতাসহ ৫ জন গ্রেফতার শিরোনাম বরিশালে দাম্পত্য কলহে বিষপানে স্বামীর আত্মহত্যা শিরোনাম কুয়াকাটায় সাংবাদিক মিরনকে হত্যাচেষ্টার হোতা ইলিয়াস গ্রেফতার