১২ দলীয় জোটে ফের ভাঙনের সুর
১২ দলীয় জোটে ফের ভাঙনের সুর। শনিবার (১ মার্চ) জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোস্তাফা জামাল হায়দারের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (কাজী জাফর)।
দলের এক বৈঠক শেষে মোস্তাফা জামাল হায়দার জানান, জোটের নিষ্ক্রিয় দলগুলো নিয়ে ক্ষোভ রয়েছে এবং প্রয়োজন হলে তাদের বের করে দেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করেননি, আদতে কারা জোট ছাড়ছে।
এ বিষয়ে জোটের অন্যতম শরিক বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা শাহাদাত হোসেন সেলিম বলেন, মোস্তাফা জামাল হায়দারের একক উপস্থিতি থাকলেও তার দলের অন্যরা জোটে সক্রিয় ছিলেন না। তবে তাদের আনুষ্ঠানিকভাবে জোট ছাড়ার বিষয়টি এখনো জানানো হয়নি।
এদিকে, জোটের আরেক শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, জাতীয় পার্টি (কাজী জাফর) জোট থেকে বের হলেও এতে কোনো প্রভাব পড়বে না। ১২ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News