ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মী। রোববার (২ মার্চ) দুপুর দেড়টার দিকে সমাজকল্যাণ বিভাগের পরীক্ষা চলাকালীন তাদের আটক করে ইবি থানায় সোপর্দ করা হয়।
আটকরা হলেন- ইবি ছাত্রলীগের উপ-আপ্যায়ন সম্পাদক মাজহারুল ইসলাম নাঈম ও ছাত্রলীগ কর্মী মারুফ আহম্মেদ। জানা গেছে, পরীক্ষার দেড় ঘণ্টা পর শিক্ষার্থীরা তাদের উপস্থিতির বিষয়ে প্রতিবাদ জানালে প্রক্টরিয়াল বডির সহায়তায় তাদের পরীক্ষার হল থেকে বের করা হয়। পরে ভবনের নিচে আসার পর মারুফ আহম্মেদ শিক্ষার্থীদের হাতে মারধরের শিকার হন।
বিভাগের শিক্ষকরা জানান, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হওয়ায় তাদের ক্যাম্পাসে প্রবেশ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, "বিভাগের সভাপতি আমাকে ফোন করে বিষয়টি জানানোর পর তাদের বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর প্রক্টরিয়াল বডির সহায়তায় তাদের থানায় পাঠানো হয়।"
ইবি থানার ওসি মেহেদী হাসান জানান, "নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়ায় তাদের বিরুদ্ধে আগের একটি মামলায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News