ছবি সংগ্রহীত
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হয়েছেন আইনজীবী ও সংগঠক অ্যাডভোকেট জায়েদ বিন নাসের। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বিপ্লবীদের এই দলের ২১৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জায়েদ বিন নাসের ১৯৯৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন এবং মিরপুরেই বেড়ে ওঠেন। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০২৩ সালে তিনি ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিসের অনুমতি পান।
ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে যুক্ত ছিলেন জায়েদ। ২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনে মিরপুরে নেতৃত্ব দেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। পাশাপাশি আইনজীবী ও সংগঠক হিসেবে আইনি সহায়তা, আন্দোলনকারীদের মুক্তি এবং জনস্বার্থমূলক মামলা পরিচালনায়ও সক্রিয় ছিলেন।
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তিনি জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হন এবং ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি কমিটির কেন্দ্রীয় সদস্য হন। একমাস দায়িত্ব পালনের পর তিনি পদত্যাগ করেন। পরে ১ মার্চ গঠিত জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News