রমজানের রোজার নিয়ত: গুরুত্বপূর্ণ ৫ মাসয়ালা
রমজান মাস হচ্ছে বছরের শ্রেষ্ঠ মাস। এই মাসেই কুরআন নাযিল হয়েছে, যা মানবতার মুক্তির সনদ। প্রতিটি মুমিনের কামনা থাকে যেন এই মাসকে ইবাদতে অতিবাহিত করতে পারে। রাসুলুল্লাহ (সা.) এ মাসে এত বেশি ইবাদত করতেন যে, তাঁর পা ফুলে যেত। বিশেষ করে রমজানের শেষ দশকে তিনি ইবাদতে অতিমাত্রায় মনোযোগী হতেন এবং পরিবারকেও জাগিয়ে দিতেন।
রমজানের রোজা পালনের জন্য নিয়ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ত অর্থ হলো অন্তরের সংকল্প করা। মুখে উচ্চারণ করা জরুরি নয়, তবে ইচ্ছা করলে বলা যায়। এমনকি সেহরি খাওয়াও রোজার নিয়তের জন্য যথেষ্ট বলে গণ্য হয়।
নিচে রোজার নিয়ত সংক্রান্ত ৫টি গুরুত্বপূর্ণ মাসয়ালা তুলে ধরা হলো:
১. আরবি নিয়ত জরুরি নয়: রোজার নিয়ত আরবি ভাষায় করা জরুরি নয়, এমনকি উত্তমও নয়। পৃথক কোনো সওয়াবও নেই। তাই যে কোনো ভাষায় নিয়ত করলেই রোজা সহিহ হবে।
২. নিয়ত করার সময়সীমা: রমজানের রোজার নিয়ত রাতেই করা উত্তম। তবে সুবহে সাদিক থেকে সূর্যাস্তের মধ্যবর্তী সময়ের আগে নিয়ত করলেও রোজা সহিহ হবে। এর বেশি দেরি করলে রোজা শুদ্ধ হবে না।
৩. প্রতিদিন নিয়ত করতে হবে: পুরো রমজানের জন্য একবার নিয়ত করলেই চলবে না, প্রতিদিনের জন্য আলাদা করে নিয়ত করতে হবে। কারণ প্রতিটি রোজা স্বতন্ত্র ইবাদত এবং প্রতিটি আমলের জন্যই নিয়ত আবশ্যক।
৪. নিয়তের পর পানাহার ও দাম্পত্য সম্পর্ক: রাতে রোজার নিয়ত করার পরও সুবহে সাদিকের আগপর্যন্ত পানাহার ও দাম্পত্য সম্পর্ক স্থাপন জায়েয। এতে নিয়তের কোনো ক্ষতি হয় না।
৫. অজ্ঞান বা পাগল হলে রোজার বিধান: যদি কেউ রোজার নিয়ত করার আগেই অজ্ঞান বা মানসিক ভারসাম্যহীন হয়ে যায় এবং সুবহে সাদিকের পরও সুস্থ না হয়, তবে তার সেই দিনের রোজা শুদ্ধ হবে না। পরে সুস্থ হলে কাজা রোজা পালন করতে হবে।
রমজান মাসকে যথাযথভাবে পালন করতে হলে এসব মাসয়ালা সম্পর্কে জ্ঞান রাখা ও তা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News