ছবি সংগ্রহীত
সব কিছুরই একটি বিশেষ সময় থাকে, আর রমজান মাস হলো ইবাদত ও দানের শ্রেষ্ঠ মৌসুম। এ মাসে যে কোনো নেক আমলের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়। বিশেষ করে দান-সদকার গুরুত্ব এ মাসে সবচেয়ে বেশি।
হাদিসে আছে, মহানবী (সা.) রমজান মাসে এত বেশি দান করতেন যে, তাকে বেগবান বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে। এ মাসকে তিনি ‘সহমর্মিতার মাস’ বলেছেন, কারণ রোজার মাধ্যমে ক্ষুধার্ত মানুষের কষ্ট অনুভব করা যায়, যা মানুষকে দানের প্রতি আরও উৎসাহিত করে।
পবিত্র কুরআনে দানের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, ‘যারা নিজেদের ধন-সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের উদাহরণ একটি শস্যবীজের মতো, যা সাতটি শীষ উৎপন্ন করে এবং প্রতিটি শীষে একশত শস্যদানা থাকে। আল্লাহ যাকে ইচ্ছা করেন, তাকে আরও বেশি বৃদ্ধি করে দেন।’ (সূরা বাকারা: ২৬১)
রাসুল (সা.) বলেছেন, ‘রমজান মাসে সদকা করা সবচেয়ে উত্তম দান।’ (তিরমিজি: ২৩৫১)
এমন অনেক অসহায় মানুষ আছেন, যারা সাহরি-ইফতারের খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন। সামর্থ্যবানদের উচিত, এ পবিত্র মাসে দান-সদকার হাত বাড়িয়ে দেওয়া। এটাই মানবতার প্রকৃত শিক্ষা। রমজানের এই সুযোগ কাজে লাগিয়ে আমরা যেন দানের মাধ্যমে আমাদের রমজানকে আরও সার্থক করে তুলি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News