নারী দিবসে নিরাপত্তাহীন নারীর আর্তনাদ
"নারী, তোমার জন্য আজকের এই দিন, অথচ ঠিক আগের দিনই এক নিষ্পাপ শিশুর কান্না আকাশে-বাতাসে প্রতিধ্বনিত হয়েছে। আট বছরের এক শিশুর জীবন বিপন্ন এক পঁচিশোর্ধ্ব পুরুষের পাশবিকতার শিকার হয়ে। আরও ভয়াবহ বিষয়? এই নৃশংসতার আড়ালেও ছিলেন একজন নারী!"
"এ কেমন সমাজ, যেখানে নারীর প্রধান শত্রুও কখনও কখনও নারীই হয়ে ওঠে? যেখানে একজন ধর্ষকের স্ত্রীও সত্য গোপন করে নিষ্পাপ এক শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দেয়! নারীর প্রতি সহিংসতার এই চিত্র আজও কেন বারবার ফিরে আসে?"
"নারী দিবসের আয়োজন, নানা দাবি, নানা আন্দোলন—এসব কি শুধুই আনুষ্ঠানিকতা? যখন নিজের ঘরেই নারী অনিরাপদ, যখন নারীই নারীর পাশে দাঁড়াতে ভয় পায়?"
"আমরা শুধু আইন দিয়ে এই সমস্যার সমাধান করতে পারব না, দরকার সামাজিক সচেতনতা। দরকার নারী-পুরুষ নির্বিশেষে একসঙ্গে কাজ করা। প্রতিটি অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে।" "এই লড়াই শুধু নারীদের নয়, এই লড়াই মানবতার। নারী দিবস তখনই সার্থক হবে, যখন প্রতিটি নারী নিজ ঘরেই নিরাপদ বোধ করবে।"
"তবু আশার আলো জ্বলে। ভালো মানুষেরা এখনও আছেন, যারা নারীর পাশে দাঁড়ান। এই আলো ছড়িয়ে দিতেই হবে, ছিনিয়ে আনতে হবে নারীর জন্য এক নিরাপদ পৃথিবী!"
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News