ছবি সংগ্রহীত
রমজান মাসে রোজা রাখার সময় মুসলিমদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত ও নির্দেশনা রয়েছে, যা সঠিকভাবে পালন করা উচিত। তবে, রোজার সময় কিছু সাধারণ ভুল ধারণাও প্রচলিত রয়েছে, যা মানুষকে বিভ্রান্ত করতে পারে। এখানে রোজা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে:
১. ভুলে আহার বা পান করলে রোজা ভাঙবে না
হাদিসে এসেছে, যে ব্যক্তি ভুলে আহার বা পান করেছে, তার রোজা পূর্ণ থাকবে। কারণ, আল্লাহ তাআলা তাকে পানাহার দিয়েছেন। (মুসলিম ১/২০২; আলবাহরুর রায়েক ২/২৭১)
২. চোখে ওষুধ বা সুরমা ব্যবহার করলে রোজা ভাঙে না
রোজা অবস্থায় চোখে সুরমা লাগানো বা ওষুধ ব্যবহার করা জায়েজ। হজরত আনাস (রা.) নিজেও রোজা অবস্থায় সুরমা ব্যবহার করতেন। (আবু দাউদ ১/৩২৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৩)
৩. গোসলের সময় কোনো সমস্যা নেই
রাতে স্ত্রীসহবাস বা স্বপ্নদোষ হলে সুবহে সাদিকের আগে গোসল করতে না পারলেও রোজা পূর্ণ থাকবে। তবে, অপবিত্র অবস্থায় দীর্ঘ সময় থাকা রোজা অবস্থায় অনুচিত। (আবু দাউদ, হাদিস: ৯৭)
৪. চুমু খাওয়া সম্পর্কে নির্দেশনা
রোজা অবস্থায় চুমু খাওয়া জায়েজ হলেও কামভাবের সাথে চুমু খাওয়া নিষিদ্ধ। তরুণদের জন্য চুমু খাওয়া পরিহার করা উচিত, কারণ এতে কামভাব উদিত হতে পারে। (মুসনাদে আহমদ ২/১৮০)
৫. বমি করার ক্ষেত্রে রোজা ভাঙবে না
অনিচ্ছাকৃত বমি করলে, বা বমি মুখে এসে নিজের অজান্তেই ভেতরে চলে গেলে রোজা ভাঙবে না। হাদিসে এসেছে, অনিচ্ছাকৃতভাবে বমি হলে তার রোজা কাজা করতে হবে না। (তিরমিজি, হাদিস: ৭২০)
এই নির্দেশনাগুলোর মাধ্যমে আমাদের উচিত রোজা সংক্রান্ত শর্তগুলো পরিষ্কারভাবে জানার মাধ্যমে তা সঠিকভাবে পালন করা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News