ছবি সংগ্রহীত
পবিত্র মাহে রমজান শুধুমাত্র রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি, বিশ্বাসের পবিত্রতা এবং শারীরিক ও মানসিক পরিশুদ্ধির মাস। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন যে, রোজা রাখা আমাদের ওপর ফরজ করা হয়েছে, যাতে আমরা আল্লাহভীরু হতে পারি (সুরা বাকারা: ১৮৩)। মহানবী (সা.) হাদিসে বলেছেন, রমজানের রোজা রাখা ও ঈমান ও ইহতিসাবের সাথে রাতে ইবাদত করলে একান্তভাবে নিষ্পাপ হয়ে যাবে (বুখারি ও মুসলিম)।
এই মাসে পাপ পরিহার ও সৎকর্মের দিকে মনোযোগ দেওয়ার গুরুত্ব অত্যন্ত বেশি। আত্মশুদ্ধি লাভের জন্য, আমাদের অন্তর, কর্ম, বিশ্বাস, শারীরিক ও আর্থিক দিকেও পবিত্রতা বজায় রাখা জরুরি। কোরআনে আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন, 'যে বিষয়ে তোমার জ্ঞান নেই, সে বিষয়ে কোন অবস্থান নিও না' (সুরা বনি ইসরাইল: ৩৬)।
এই রমজান, আমরা যদি আমাদের অন্তর ও কর্মের পবিত্রতা অর্জন না করি, তবে সিয়াম সাধনার থেকেও কোনো লাভ নেই। মহানবী (সা.) বলেছেন, মানুষের অন্তর সংশোধন হলে পুরো দেহ সংশোধিত হয় (সহিহ বুখারি)।
আজকের দিনে, যেখানে পাপ ও অবিচার আমাদের সমাজকে গ্রাস করছে, সেখানে রমজান আমাদের আত্মশুদ্ধি ও সৎপথে চলার সুযোগ প্রদান করে। আল্লাহ তায়ালা যদি আমাদের অন্তরে পবিত্রতা প্রতিষ্ঠিত করতে সক্ষম করেন, তবে জীবনের সবক্ষেত্রেই আমরা সফল হবো।
রমজানের রোজা কেবল উপবাস রাখা নয়, এটি আমাদের আধ্যাত্মিক ও চারিত্রিক পরিবর্তন সাধন করার সময়। সুতরাং, আসুন, এই পবিত্র মাসে আল্লাহর প্রতি আনুগত্য ও সৎকর্মের মাধ্যমে আত্মশুদ্ধির পথে এক পা এগিয়ে যাই।
আল্লাহ তায়ালা আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করুন। আমিন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News