ঢাকা, ০৩ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 02:47 PM, 27 March 2025.
Digital Solutions Ltd

রমজান: জাকাত আদায়ের শ্রেষ্ঠ মাস

Publish : 02:47 PM, 27 March 2025.
রমজান: জাকাত আদায়ের শ্রেষ্ঠ মাস

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

রমজান মাস আসার সঙ্গে সঙ্গে মুসলিমদের মাঝে ইবাদতের প্রতি বাড়তি আগ্রহ লক্ষ্য করা যায়। এই মাসকে বলা হয় রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এসময় দান-সদকার গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পায়। জাকাত ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ, যা শুধু আর্থিক লেনদেন নয়, বরং সম্পদের পবিত্রতা বিধান এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার এক গুরুত্বপূর্ণ উপায়।

জাকাত আদায়ের ফজিলত:

হাদিসে এসেছে, রসুলুল্লাহ (সা.) রমজানে অন্য সময়ের তুলনায় বেশি দান করতেন। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘‘রসুল (সা.) ছিলেন সবচেয়ে দানশীল ব্যক্তি, আর তিনি রমজানে আরও বেশি দান করতেন।’’ (বুখারি ৬; মুসলিম ১১৫৪)

রমজানে প্রতিটি নেক আমলের প্রতিদান বহু গুণ বৃদ্ধি করা হয়। বিশেষত, জাকাত প্রদান করা দরিদ্রদের জন্য বিশাল সহায়তা হতে পারে। ঈদের আনন্দ যাতে সবাই উপভোগ করতে পারে, সে জন্যও রমজানে জাকাত দেওয়ার গুরুত্ব অপরিসীম।

আত্মশুদ্ধির মাস ও জাকাত:

রমজান কেবল রোজার মাস নয়, এটি আত্মশুদ্ধির মাসও। জাকাত আত্মার পরিশুদ্ধি এবং সম্পদের বরকতের মাধ্যম। কুরআনে বলা হয়েছে, “তাদের সম্পদ থেকে সদকা (জাকাত) গ্রহণ করুন, যার দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশোধিত করবেন।” (সূরা তাওবা: ১০৩)

বার্ষিক হিসাবের সুবিধা:

অনেকেই রমজান মাসে জাকাত প্রদান করেন, কারণ এটি বার্ষিক হিসাবের জন্য সুবিধাজনক সময়। একসঙ্গে হিসাব করে জাকাত প্রদান করলে নিয়মিত আদায়ের অভ্যাস গড়ে ওঠে।

জাকাতের গুরুত্বপূর্ণ মাসআলা:

জাকাত আবশ্যক হওয়ার শর্ত: মুসলমান হওয়া, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, সম্পদের উপর এক বছর অতিক্রম হওয়া ইত্যাদি।

নিসাব পরিমাণ সম্পদ: সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রুপা অথবা সমপরিমাণ অর্থ ও সম্পদ।

জাকাত দেওয়ার যোগ্য খাত: দরিদ্র, অভাবী, ঋণগ্রস্ত, আল্লাহর পথে নিয়োজিত ব্যক্তি প্রভৃতি।

যাদেরকে জাকাত দেওয়া যাবে না: মা-বাবা, সন্তান, স্বামী-স্ত্রী ইত্যাদি।

ইসলামের আর্থিক ব্যবস্থার মূল স্তম্ভ জাকাত। এটি দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যারা জাকাত দেয় না, তাদের জন্য কুরআনে কঠোর শাস্তির কথা বলা হয়েছে (সূরা তাওবা: ৩৪-৩৫)। রমজান মাসকে সঠিকভাবে কাজে লাগিয়ে সুষ্ঠু পদ্ধতিতে জাকাত আদায় করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।

 

 

 

ধর্ম বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে" – ফখরুল শিরোনাম ত্রাণ বন্ধ, খাদ্য সংকটে বিপর্যস্ত গাজার জনগণ শিরোনাম মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ, দুজনকে কুপিয়ে আহত শিরোনাম দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিরোনাম গাইবান্ধায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, প্রাণ গেল দুটি গরুর শিরোনাম বৃদ্ধাশ্রমে মায়ের আকুতি: সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা