ছবি সংগ্রহীত
পবিত্র রমজান মাস অফুরন্ত কল্যাণ ও রহমতের মাস। এই মাসে প্রতিটি মুহূর্তই দয়াময় আল্লাহর বিশেষ নিয়ামত। যারা এ মাসের ফজিলত কাজে লাগাতে পারে, তারাই সফল। আর যারা অবহেলায় কাটিয়ে দেয়, তারা চরম দুর্ভাগা।
নবী করিম (স.) বলেন, ‘যে ব্যক্তি রমজান মাস পেল, কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারল না, তার ধ্বংস অনিবার্য।’ (বায়হাকি ১৬৬৮)
হজরত আবু হুরায়রা (রা.) বর্ণিত এক হাদিসে রাসুল (স.) বলেছেন, ‘ওই ব্যক্তি ধ্বংস হোক, যে রমজান পেল, কিন্তু তার পাপমোচন করাতে সক্ষম হলো না।’ (মুসলিম ২৫৫১, তিরমিজি ৩৫৪৫)
এই মাসে মহান আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকলে অতীতের গুনাহ ক্ষমা হয়ে যায়। রাসুল (স.) বলেন, ‘এক রমজান থেকে পরবর্তী রমজান পর্যন্ত সময়ের গুনাহ মাফ হয়ে যায়, যদি কেউ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে।’ (মুসলিম ৪৪০)
রমজানের বাকি দিনগুলোকে কাজে লাগানোর এখনই সময়। আত্মজিজ্ঞাসা করা প্রয়োজন—এই মহিমান্বিত মাসে আমরা কতটুকু ইবাদত করেছি? কতজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি? কতটা সদকা ও দান করেছি?
অলসতা বা উদাসীনতার কারণে যেন আমরা নবীজির (স.) অভিশাপের পাত্র না হই। এখনই তওবা-ইস্তিগফার করে মহান আল্লাহর নৈকট্য লাভের প্রচেষ্টা চালাতে হবে, যেন আমরা দুনিয়ার বিপদ ও আখিরাতের শাস্তি থেকে মুক্তি পাই।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News