ঢাকা, ০৩ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 02:47 PM, 27 March 2025.
Digital Solutions Ltd

"রমজানে ঘরকে ইবাদতপূর্ণ করার উপায়"

Publish : 02:47 PM, 27 March 2025.

রমজানে ঘরকে ইবাদতপূর্ণ করার উপায়ঃ ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

রমজান মাস ইবাদতের মাস। এই মাসে আমাদের উচিত ঘরকে ইবাদতের পরিবেশে পরিণত করা, যাতে পরিবারের সবাই সহজেই আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়।" (বুখারি, মুসলিম)

নামাজের পরিবেশ সৃষ্টি করুনঃ

রমজানে ঘরে নামাজের পরিবেশ তৈরি করা জরুরি। ঘরের একটি নির্দিষ্ট স্থান নামাজের জন্য নির্ধারণ করা যেতে পারে, যেখানে সবসময় জায়নামাজ, তসবিহ ও কুরআন রাখা থাকবে। রাসূল (সা.) বলেন, "তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ো না (অর্থাৎ নামাজবিহীন রেখো না)।" (সহিহ মুসলিম)

কুরআন তিলাওয়াত ও আলোচনাঃ

রমজান মাস কুরআনের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মাসে জিবরাইল (আ.)-এর সঙ্গে সম্পূর্ণ কুরআন তিলাওয়াত করতেন। তাই আমাদের উচিত প্রতিদিন পরিবারের সঙ্গে কুরআন তিলাওয়াত ও তাফসিরের আলোচনা করা।

ইফতার ও সাহরির সময় দোয়াঃ

পরিবারের সবাই মিলে ইফতার ও সাহরি করা সুন্নাত। ইফতারের সময় দোয়া করা এবং আল্লাহর প্রশংসা করাও অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূল (সা.) ইফতারের সময় পড়তেন:

اللَّهُمَّ لَكَ صُمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

(আবু দাউদ)

পরিবারকে ইসলামি শিক্ষায় উৎসাহিত করুনঃ

শিশুদের ছোট ছোট দোয়া, কুরআনের সূরা এবং ইসলামের মৌলিক শিক্ষা দেওয়া জরুরি। সন্তানদের ইসলামের পথে পরিচালিত করা বাবা-মায়ের দায়িত্ব। আল্লাহর কাছে যেন তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি।

দান-সদকার পরিবেশ সৃষ্টি করুনঃ

রমজানে দান-সদকা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল (সা.) বলেছেন, "রোজাদারের জন্য জান্নাতে একটি দরজা আছে, যার নাম রাইয়ান।" (বুখারি) তাই গরিব-অসহায়দের সাহায্য করা এবং পরিবারের সদস্যদের দান করতে উদ্বুদ্ধ করা উচিত।

গুনাহমুক্ত পরিবেশ নিশ্চিত করুনঃ

ইবাদতের পরিবেশ নিশ্চিত করতে গুনাহমুক্ত ঘর তৈরি করা আবশ্যক। মিথ্যা, গিবত, অনর্থক কথা বলা এবং সময় অপচয় থেকে বিরত থাকতে হবে। রাসূল (সা.) বলেন, "যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ বর্জন করল না, আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে শুধু পানাহার ত্যাগ করল।" (বুখারি)

ইবাদতের প্রতিযোগিতা আয়োজন করুনঃ

পরিবারের সদস্যদের মধ্যে ইবাদতের প্রতি আগ্রহ বাড়াতে প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। যেমন, কে বেশি কুরআন তিলাওয়াত করবে, কে বেশি দান করবে, কে সুন্দরভাবে নামাজ আদায় করবে ইত্যাদি। আল্লাহ বলেন, "সৎকর্মে একে অপরের সাথে প্রতিযোগিতা করো।" (সূরা আল-মায়েদা, ৪৮)

রাতের ইবাদত জীবন্ত করুন

রমজানের রাত ইবাদতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাহাজ্জুদ, নফল নামাজ, ইস্তিগফার ও দোয়ার পরিবেশ তৈরি করা উচিত। রাসূল (সা.) বলেছেন, "যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে কিয়ামুল লাইল (তারাবি, তাহাজ্জুদ) আদায় করবে, তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হবে।" (বুখারি, মুসলিম)

রমজান মাস আমাদের জন্য বিরাট নেয়ামত। এই মাসে ঘরে ইবাদতের পরিবেশ সৃষ্টি করতে পারলে পুরো পরিবার বরকত ও রহমতের অংশীদার হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের ঘরগুলোক ইবাদতের কেন্দ্র বানিয়ে দিন এবং এই রমজানকে আমাদের জন্য মাগফিরাত ও নাজাতের মাধ্যম করুন। আমিন।

 

ধর্ম বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে" – ফখরুল শিরোনাম ত্রাণ বন্ধ, খাদ্য সংকটে বিপর্যস্ত গাজার জনগণ শিরোনাম মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ, দুজনকে কুপিয়ে আহত শিরোনাম দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিরোনাম গাইবান্ধায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, প্রাণ গেল দুটি গরুর শিরোনাম বৃদ্ধাশ্রমে মায়ের আকুতি: সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা