ঢাকা, ০৩ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 02:36 AM, 17 March 2025.
Digital Solutions Ltd

বৃষ্টির পানি মুখে গেলে রোজার বিধান

Publish : 02:36 AM, 17 March 2025.
বৃষ্টির পানি মুখে গেলে রোজার বিধান

বৃষ্টির পানি মুখে গেলে রোজার বিধানঃ ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

বর্ষাকালে রমজান মাসের রোজা রাখার সময় অনেক সময় বৃষ্টির পানি অনিচ্ছাকৃতভাবে মুখে চলে যেতে পারে। এ অবস্থায় রোজাদারের করণীয় কী হবে?

বৃষ্টির পানি মুখে গেলে রোজা ভাঙবে?

ইসলামী ফিকহ ও শরিয়তের আলোকে জানা যায়, যদি বৃষ্টির পানি অনিচ্ছাকৃতভাবে মুখে পড়ে এবং তা গলায় চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে রোজাটির কাজা করা আবশ্যক, তবে কাফফারা দিতে হবে না। (সূত্র: খুলাসাতুল ফতোয়া: ১/২৫৪)

রোজা ভঙ্গের কারণসমূহঃ

ইসলামী শরিয়তে কিছু কারণ উল্লেখ রয়েছে, যেগুলোর ফলে রোজা ভেঙে যায়। সেগুলো নিম্নরূপঃ

১. মুখ ভরে বমি হলে।

২. ইচ্ছাকৃতভাবে বমি করা।

৩. মুখে আসা বমি গিলে ফেলা।

৪. নারীদের মাসিক ও সন্তান প্রসব।

৫. ইসলাম ত্যাগ করা।

৬. রোজাদারকে জোরপূর্বক কিছু খাওয়ানো।

৭. প্রস্রাব-পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু প্রবেশ করানো।

৮. গ্লুকোজ, শক্তিবর্ধক ইনজেকশন বা সেলাইন গ্রহণ করা।

৯. ভুলবশত কিছু খাওয়ার পর রোজা ভেঙে গেছে ভেবে আরও কিছু খাওয়া।

১০. সূর্যাস্তের আগে ইফতার করা।

১১. বৃষ্টির পানি মুখে গেলে এবং তা গিলে ফেললে।

১২. নাক বা কানে ওষুধ প্রবেশ করানো।

১৩. দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খাওয়া।

১৪. রোজা স্মরণ থাকা অবস্থায় কুলি বা নাকে পানি দেওয়ার সময় তা ভেতরে চলে গেলে।

১৫. সুবহে সাদিকের পর পানাহার করা।

১৬. হস্তমৈথুন বা অন্য কোনো উপায়ে বীর্যপাত হলে।

১৭. শিঙ্গা লাগানো বা অন্য কোনো কারণে শরীর থেকে রক্ত বের হলে।

রোজার পূর্ণতা ও সতর্কতাঃ

রোজার পূর্ণ সওয়াব অর্জনের জন্য পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি অশ্লীল কাজ, সুদ-ঘুষ, প্রতারণা, ওজনে কম দেওয়া এবং অন্যের হক নষ্ট করার মতো সকল প্রকার পাপকর্ম থেকেও বিরত থাকা জরুরি। শরিয়তের বিধান মেনে চললে রোজা হবে পবিত্র ও কল্যাণময়।

 

ধর্ম বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে" – ফখরুল শিরোনাম ত্রাণ বন্ধ, খাদ্য সংকটে বিপর্যস্ত গাজার জনগণ শিরোনাম মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে সংঘর্ষ, দুজনকে কুপিয়ে আহত শিরোনাম দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস শিরোনাম গাইবান্ধায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই, প্রাণ গেল দুটি গরুর শিরোনাম বৃদ্ধাশ্রমে মায়ের আকুতি: সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা