ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের জন্য মুসলিম বিশ্বে বিরল ফতোয়া জারিঃ ছবি সংগ্রহীত
দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে (জিহাদ) অংশগ্রহণের জন্য বিশ্বের সব মুসলিম এবং মুসলিম প্রধান দেশগুলোর জন্য একটি বিরল ফতোয়া জারি করেছেন খ্যাতিমান ইসলামিক ব্যক্তিত্বরা। গাজা উপত্যকায় ১৭ মাস ধরে চলা ইসরায়েলি ধ্বংসযজ্ঞের প্রেক্ষিতে এই ফতোয়া জারি করা হয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই জানায়, শুক্রবার (৪ এপ্রিল) আন্তর্জাতিক মুসলিম স্কলার্স ইউনিয়নের (আইইউএমএস) মহাসচিব আলী আল-কারদাঘি মুসলিমদের উদ্দেশ্যে এক ফতোয়া জারি করেন। তিনি বলেন, “গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে মুসলিমরা সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করুন।”
এটি একটি ঐতিহাসিক ফতোয়া, যা পৃথিবীজুড়ে থাকা ১৭০ কোটি সুন্নি মুসলিমের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। আলী আল-কারদাঘি তার ফতোয়ায় আরও বলেন, "গাজা ধ্বংস হয়ে যাওয়ার পরও আরব ও ইসলামিক বিশ্বের সরকারের ব্যর্থতা ইসলামিক আইন অনুযায়ী আমাদের গাজার নির্যাতিত ভাইদের প্রতি বড় অন্যায়।"
তিনি ফতোয়ায় বলেন, "ইসরায়েলি শত্রুদের দ্বারা গাজার মুসলমানদের নির্মূলের কোনো সমর্থন করা যাবে না।" তিনি আরও বলেন, “ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা যাবে না, এবং তাদের অস্ত্র পরিবহণের জন্য সুয়েজ খাল, বাব আল-মান্দাব, হরমুজ প্রণালী কিংবা অন্যান্য স্থল, সমুদ্র বা আকাশপথ ব্যবহার নিষিদ্ধ।”
আলী আল-কারদাঘি এই ফতোয়ায় ইসরায়েলের বিরুদ্ধে আকাশ, স্থল এবং সমুদ্র পথে অবরোধ আরোপেরও নির্দেশনা দিয়েছেন। তার এই ফতোয়াকে সমর্থন জানিয়েছেন আরও ১৪ জন ইসলামিক ব্যক্তিত্ব। তারা মন্তব্য করেছেন, যেসব মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের ‘শান্তি চুক্তি’ রয়েছে, সেগুলো পুনর্বিবেচনা বা পর্যালোচনা করা উচিত। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করা হবে, যেন তিনি মুসলিমদের ওপর চলমান হত্যাযজ্ঞ বন্ধ করতে বাধ্য হন।
ফতোয়া একটি ইসলামিক (নন-বাইন্ডিং) নির্দেশনা যা বড় আলেম বা ইসলামিক ব্যক্তিত্বরা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে জারি করে থাকেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News