সুন্দরবনে জলদস্যুদের কবল থেকে নারীসহ ৩৩ জেলে উদ্ধারঃ ছবি সংগ্রহীত
সুন্দরবনের জলদস্যু করিম শরিফ বাহিনীর কবল থেকে অপহৃত ছয় নারীসহ ৩৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বনের খরখরী নদীর মাল্লাখালী এলাকায় এক অভিযান চালিয়ে তাদের মুক্ত করা হয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, অপহৃত জেলেরা খুলনার কয়রা উপজেলার ৪, ৫ ও ৬ নম্বর কয়রা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
জানানো হয়, বুধবার সকালে বন বিভাগের কাছ থেকে নিয়মিত পাস পারমিট নিয়ে মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন জেলেরা। দুপুরের মধ্যেই করিম শরিফ বাহিনীর জলদস্যুরা তাদের আটকে ফেলে। প্রত্যেক জেলের মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা দাবি করা হয় বলে জানান উদ্ধারকৃতরা।
গোপন সূত্রে তথ্য পেয়ে বাংলাদেশ কোস্টগার্ডের মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ তৎপরতা। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা ফাঁকা গুলি ছুড়ে গহীন বনে পালিয়ে যায়।
পরবর্তীতে দস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করা হয়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত ১৬টি কাঠের নৌকা, মাছ ধরার জাল ও অন্যান্য সামগ্রী। উদ্ধারপ্রাপ্তদের কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসার পর তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়। পরে পরিবারদের কাছে হস্তান্তর করা হয়।
লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হলেও সাম্প্রতিক সময়ে আবার দস্যু ও বনদস্যুদের তৎপরতা বেড়েছে। গত কয়েক মাস ধরে আমরা জেলে অপহরণ ও মুক্তিপণের একাধিক অভিযোগ পেয়েছি।”
তিনি আরও বলেন, “কোস্টগার্ড টহল জোরদার করেছে এবং মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টাব্যাপী নজরদারি চালিয়ে যাচ্ছে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হচ্ছে এবং দস্যুবাহিনীকে চাপে রাখা সম্ভব হচ্ছে।”
উদ্ধারকৃত জেলেদের পরিবারগুলো তাদের প্রিয়জনদের সুস্থভাবে ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে, তবে সুন্দরবনে নিরাপত্তার ঘাটতি নিয়ে উদ্বেগও জানিয়েছেন অনেকে। তারা দস্যু দমন অভিযানের পাশাপাশি বনের ভেতরে আরও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News