ছবি সংগ্রহীত
বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি কেউ চায় না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ভারত সব সময় চায় বাংলাদেশ শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও উন্নয়নশীল পথে এগিয়ে যাক।
বুধবার (৯ এপ্রিল) নয়াদিল্লিতে আয়োজিত ‘রাইজিং ভারত সামিট ২০২৫’-এ এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। উপস্থাপকের প্রশ্নে জয়শঙ্কর সরাসরি বলেন, ভারতের কাছে বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, বরং ঐতিহাসিক ও ঘনিষ্ঠ এক অংশীদার।
এস জয়শঙ্কর বলেন, “বাংলাদেশের মঙ্গল কামনা ভারতের চেয়ে বেশি আর কেউ করে না। এই সম্পর্ক আমাদের ইতিহাসে, সংস্কৃতিতে ও মানুষের বন্ধনে গভীরভাবে গাঁথা। ভারত সবসময় বাংলাদেশের পাশে ছিল এবং থাকবে।”
তিনি বলেন, “আমরা বাংলাদেশকে শুভাকাঙ্ক্ষী হিসেবে দেখি। এটা আমাদের ডিএনএ-তে আছে। একজন বন্ধু হিসেবে চাই, দেশটি সঠিক পথে এগিয়ে যাক, সঠিক সিদ্ধান্ত নিক।”
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার অভিযোগ উঠেছে, সে বিষয়ে ভারত উদ্বিগ্ন বলেও জানান তিনি।
গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার ওপর গুরুত্ব
বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, “গণতান্ত্রিক ঐতিহ্যসম্পন্ন একটি দেশের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। জনগণের মতামত নির্বাচনের মাধ্যমেই প্রতিফলিত হয়। আমরা আশা করি, বাংলাদেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করবে।”
তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন কিছু উগ্রবাদী কার্যকলাপ এবং সংখ্যালঘুদের ওপর সহিংসতার বিষয়ে। বলেন, “বাংলাদেশে যেসব উগ্রবাদী প্রবণতা দেখা যাচ্ছে এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগ আসছে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন।”
মোদি-ইউনূস সাক্ষাতের প্রসঙ্গ
থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে বলেও জানান জয়শঙ্কর।
তিনি বলেন, “সেই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর করতে চাই আমরা।”
জয়শঙ্করের বক্তব্য থেকে স্পষ্ট যে, ভারত শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, বরং বাংলাদেশকে একটি ঘনিষ্ঠ অংশীদার হিসেবেই দেখে আসছে। তবে গণতান্ত্রিক স্থিতিশীলতা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও ভারতের দৃষ্টি রয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News