ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 12:01 AM, 12 April 2025.
Digital Solutions Ltd

পানি তো জনগণের!"–গোসলের পানির সীমারেখা তুলে নিলেন ট্রাম্প

Publish : 12:01 AM, 12 April 2025.
পানি তো জনগণের!

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

গোসলের সময় পানির চাপ নিয়ে বহুদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই ক্ষোভই রূপ নিল এক ব্যতিক্রমী নির্বাহী আদেশে। স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) তিনি স্বাক্ষর করেছেন একটি আদেশে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে গৃহস্থালি কাজে পানির ব্যবহারে থাকা সীমারেখা বাতিল করা হয়েছে।

এই আদেশের ফলে মার্কিন নাগরিকরা এখন থেকে গোসলসহ নিত্যকার কাজে আগের চেয়ে বেশি পানির চাপ ব্যবহার করতে পারবেন। হোয়াইট হাউসে আদেশে স্বাক্ষরের সময় ট্রাম্প বলেন, “আমি সুন্দরভাবে গোসল করতে চাই। আমার দারুণ চুলগুলোর যত্ন নিতে চাই। কিন্তু চুল ভেজাতে আমাকে পানির নিচে ১৫ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। এটা হাস্যকর!”

ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের পানি সংরক্ষণ নীতিমালা নাগরিকদের মৌলিক অধিকারকে ব্যাহত করছে। তিনি বলেন, “হাত ধোয়ার সময় যদি স্বাভাবিক সময়ের চেয়ে পাঁচগুণ বেশি সময় লাগে, তাহলে মানুষ বাঁচবে কীভাবে? পানি আছে, এবং আমরা এটি জনগণের জন্য উন্মুক্ত করছি।”

এ নির্বাহী আদেশের মাধ্যমে একটি সাধারণ গৃহস্থালি কাজ—গোসল—কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, “এটি জনগণের অধিকারের পুনঃপ্রতিষ্ঠা। বারাক ওবামা ও জো বাইডেন পানির ব্যবহারকে যেভাবে আমলাতান্ত্রিক দুঃস্বপ্নে পরিণত করেছিলেন, ট্রাম্প তা থেকে জনগণকে মুক্তি দিয়েছেন।”

২০০৯ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা পানি অপচয় রোধে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। সেই অনুযায়ী বাসাবাড়ির পাইপলাইনে পানির প্রবাহের গতি নির্দিষ্ট সীমায় বেঁধে দেওয়া হয়েছিল। এর লক্ষ্য ছিল সুপেয় পানির সংরক্ষণ এবং পরিবেশ রক্ষা।

কিন্তু ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প একে একে ওবামার বেশ কয়েকটি পরিবেশবান্ধব নীতি বাতিল করেন। যদিও ২০২০ সালে জো বাইডেন ক্ষমতায় এসে পুনরায় পানি ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করেন। এবার ফের রাজনীতিতে ফিরে এসে সেই আদেশকেই আবার বাতিল করলেন ট্রাম্প।

ট্রাম্পের এই পদক্ষেপকে অনেকেই স্বাগত জানালেও, পরিবেশবাদীরা এতে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এমন সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে পানিসংকট ও পরিবেশ বিপর্যয় ডেকে আনতে পারে।

অন্যদিকে ট্রাম্প সমর্থকরা বলছেন, এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করে তুলবে। অনেকে একে ‘জনগণের জলের অধিকার’ পুনঃপ্রতিষ্ঠা হিসেবেও দেখছেন।

 

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আবারও ১৪ এপ্রিল, সালমান খানকে প্রাণনাশের হুমকি—কাকতালীয় নাকি পরিকল্পিত? শিরোনাম ঐক্যের মাধ্যমে নির্বাচনের পথ সুগম হবে: ফখরুল শিরোনাম জিম্বাবুয়ে সিরিজে স্পিন দায়িত্বে সোহেল, ছুটিতে মুশতাক শিরোনাম স্বৈরাচারমুক্ত বাংলাদেশে প্রাণবন্ত বৈশাখ উদযাপন শিরোনাম ভারত-চীন আকাশপথে সম্পর্কের নতুন দিগন্ত: শিগগিরই চালু হতে পারে যাত্রীবাহী বিমান চলাচল শিরোনাম মায়ের জন্য কান্না, বাবাকে অপহরণকারী ভেবে গণপিটুনি