ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 02:43 AM, 13 April 2025.
Digital Solutions Ltd

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ভারতীয় কোম্পানির গুদাম ধ্বংস

Publish : 02:43 AM, 13 April 2025.
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ভারতীয় কোম্পানির গুদাম ধ্বংস

ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

ইউক্রেনে ভারতীয় ওষুধ কোম্পানির একটি গুদামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার অভিযোগ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার (১২ এপ্রিল) কিয়েভে অবস্থিত ভারতীয় ওষুধ কোম্পানি ‘কুসুম ফার্মাসিউটিক্যালস’-এর গুদামে এই হামলা হয় বলে দাবি করেছে ইউক্রেনে নিযুক্ত ভারতীয় দূতাবাস ও ইউক্রেন সরকার।

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত ভারতীয় এই কোম্পানির গুদামটি একাধিক ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়। এতে শিশু ও বয়স্কদের জন্য সংরক্ষিত ওষুধের বিশাল মজুত সম্পূর্ণরূপে পুড়ে গেছে। কিয়েভে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস এক্স প্ল্যাটফর্মে (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে জানান, রুশ ড্রোন হামলায় এই বিপর্যয় ঘটে।

ইউক্রেনে নিযুক্ত ভারতীয় কূটনীতিকেরা বিষয়টি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। ইউক্রেনের ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে, যা মস্কোর কথিত ‘বিশেষ বন্ধুত্বের’ পরিপন্থী।

এই ঘটনায় কূটনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। শনিবার তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কূটনৈতিক ফোরামে ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা জানান, যুদ্ধবিরতির আলোচনায় ইউক্রেনের সম্ভাব্য ন্যাটো সদস্যপদ আলোচনার বাইরে রাখা যাবে না।

তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই দাবিকে উসকানিমূলক আখ্যা দেন। তিনি বলেন, “এই যুদ্ধের মূল কারণই ছিল ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা। এ ভুল প্রথম ধরতে পেরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।”

এদিকে ট্রাম্প প্রশাসন রাশিয়ার ওপর আরোপিত পুরোনো নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসন এর আগে রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছিল যে, পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত না হলে নতুন নিষেধাজ্ঞা জারি করা হবে।

রাশিয়ার বিরুদ্ধে এই হামলার অভিযোগ আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ভারত সরকার এই ঘটনায় কী অবস্থান গ্রহণ করে এবং তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কতটা প্রভাব ফেলে।

 

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আবারও ১৪ এপ্রিল, সালমান খানকে প্রাণনাশের হুমকি—কাকতালীয় নাকি পরিকল্পিত? শিরোনাম ঐক্যের মাধ্যমে নির্বাচনের পথ সুগম হবে: ফখরুল শিরোনাম জিম্বাবুয়ে সিরিজে স্পিন দায়িত্বে সোহেল, ছুটিতে মুশতাক শিরোনাম স্বৈরাচারমুক্ত বাংলাদেশে প্রাণবন্ত বৈশাখ উদযাপন শিরোনাম ভারত-চীন আকাশপথে সম্পর্কের নতুন দিগন্ত: শিগগিরই চালু হতে পারে যাত্রীবাহী বিমান চলাচল শিরোনাম মায়ের জন্য কান্না, বাবাকে অপহরণকারী ভেবে গণপিটুনি