ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 11:35 PM, 11 April 2025.
Digital Solutions Ltd

মেয়েকে কেন্দ্রে পৌঁছে দিয়ে না ফেরার দেশে বাবা

Publish : 11:35 PM, 11 April 2025.
মেয়েকে কেন্দ্রে পৌঁছে দিয়ে না ফেরার দেশে বাবা

মেয়েকে কেন্দ্রে পৌঁছে দিয়ে না ফেরার দেশে বাবাঃ ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি সকাল যেমন উত্তেজনা আর প্রস্তুতির, তেমনি পটুয়াখালীর বাউফলের তাসফিয়ার জন্য তা হয়ে উঠল জীবনের সবচেয়ে বেদনাদায়ক দিন। নিজেই পরীক্ষাকেন্দ্রে ঢুকলেন, আর বাইরে তখন না ফেরার দেশে পাড়ি জমালেন তার প্রিয় বাবা।

তাসফিয়া কালিশুরী এসএ ইনস্টিটিউটের একজন এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে যথাসময়ে বাবার হাত ধরে কেন্দ্রের পথে রওনা হয় সে। বাবা মো. মাহবুবুর রহমান ছিলেন কালিশুরী এসএ ইনস্টিটিউটের প্রধান শিক্ষক। মেয়ের পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব না পেলে তিনিই হতেন কেন্দ্র সচিব। এ বছর মেয়ের পরীক্ষার কারণে সেই দায়িত্ব থেকে বিরত ছিলেন তিনি।

পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে গাজীমাঝি বাজার এলাকায় গাড়ির মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাহবুবুর রহমান। মেয়েকে নামিয়ে দিয়ে তখনই তাকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি আর নেই।

ঘটনার সময় তিনি ছিলেন মেয়ের অভিভাবক, কিন্তু জীবন ঠিক তখনই শেষ করল তার ভূমিকা। অথচ পরীক্ষা চলছিল—মেয়ে বসে আছে কেন্দ্রে, কিছুই জানে না।

কালিশুরী এসএ ইনস্টিটিউটের বিএসসি শিক্ষক মো. শাহিন আলম বলেন, “স্যার মেয়েকে নামিয়ে দিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু বাঁচানো যায়নি। এখনো মেয়ে কিছু জানে না। আমরা সবাই স্তব্ধ।”

প্রতিষ্ঠানটির অন্য শিক্ষক-কর্মচারীরাও একইভাবে শোকাভিভূত। জানানো হয়, মাহবুবুর রহমান ছিলেন একাধারে শিক্ষক, সংগঠক ও মানবিক ব্যক্তিত্ব। তিনি শিক্ষক সমিতির বাউফল উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং স্কুল-কলেজ-মাদ্রাসা শিক্ষক কর্মচারী পরিষদের সহসভাপতির দায়িত্বও পালন করেছেন।

মৃত্যু কখন কড়া নাড়বে, তা কেউ জানে না। কিন্তু একজন বাবা তার মেয়েকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে শেষবারের মতো গাড়ি থেকে নামলেন আর ফিরলেন না।

তাসফিয়া এখনো জানে না, পরীক্ষার হলে সে যার ভবিষ্যতের স্বপ্ন বুনছে, সেই মানুষটি পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। পরীক্ষার পর সে যখন জানতে পারবে, কীভাবে সহ্য করবে এই চরম সত্য—এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে।

বাবা-মেয়ের এই বিদায়ের গল্প পটুয়াখালীর এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এটি শুধু এক শিক্ষকের মৃত্যু নয়, একজন বাবার শেষ দায়িত্ব পালনের করুন পরিণতি।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম "নতুন করে পথচলা: গাউছিয়ার সাফল্যে Search BD News-এর অভিনন্দন" শিরোনাম বিশ্বকাপ নিশ্চিতের পথে বাংলাদেশ: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো শুরু শিরোনাম চট্টগ্রামে দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ১, বিদেশি অস্ত্র উদ্ধার শিরোনাম শাহরুখ-গৌরীর রেস্তোরাঁয় ‘ভেজাল পনির’ বিতর্ক, তরী রেস্তোরাঁর প্রতিক্রিয়া শিরোনাম শাহে আলম মুরাদ গ্রেপ্তার: আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে একাধিক মামলা শিরোনাম ভারতে ৫০ বছরের পুরনো মসজিদ ভেঙে ফেলায় উত্তাল হরিয়ানা