ছবি সংগ্রহীত
প্রবল বৃষ্টি, তীব্র ঠাণ্ডা আর বিদ্যুৎ বিভ্রাট—সব মিলিয়ে এক অভাবনীয় দুর্ভোগের মধ্য দিয়েই ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ জেলার একাধিক কেন্দ্রে মোমবাতির আলোয় পরীক্ষা নিতে হয় শিক্ষার্থীদের।
সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষার ঠিক এক-দেড় ঘণ্টা আগেই শুরু হয় প্রচণ্ড বৃষ্টি। সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত একটানা বৃষ্টিতে ভিজে কেন্দ্রে পৌঁছাতে দেখা যায় অনেক পরীক্ষার্থীকে। কেউ বই-খাতা সামলে পৌঁছায়, কেউ আবার ভিজে ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে বসে পরীক্ষার হলে।
পরীক্ষা শুরুর সময় পর্যন্ত বিদ্যুৎ ছিল না বহু কেন্দ্রে। ফলে শিক্ষার্থীদের বসতে হয় আধো-আলো পরিবেশে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য মোমবাতির ব্যবস্থা করা হয়, কিন্তু তা যথেষ্ট ছিল না বলে অভিযোগ শিক্ষার্থীদের।
পরীক্ষার্থী নিশি জানায়, “ভিজে কেন্দ্রে পৌঁছেছি। ঠাণ্ডায় হাত কাঁপছিল। মোমবাতির আলোয় ঠিকভাবে পড়া বা লেখা—কিছুই সম্ভব হচ্ছিল না। তারপরও চেষ্টা করেছি সাহস করে পরীক্ষা দিতে।”
আরেক শিক্ষার্থী বলে, “প্রশ্নপত্র ভালো করে দেখা যাচ্ছিল না। আলো কম থাকায় লেখা অসম্ভব কঠিন ছিল।”
এদিকে শিক্ষার্থীদের এমন দুর্ভোগে উদ্বিগ্ন অভিভাবকরাও। কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ একাধিক অভিভাবক বলেন, “এত বড় পরীক্ষা, অথচ কোনো বিকল্প আলোর ব্যবস্থা নেই—এটা খুবই দুঃখজনক। প্রশাসনের এমন অব্যবস্থাপনা আমাদের হতাশ করেছে।”
জেলার শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর ঠাকুরগাঁওয়ে মোট ২২,৭২৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ শাখায় ১৭,৯৭৭ জন, মাদরাসা শাখায় ২,৮০৮ জন এবং কারিগরি শাখায় ১,৯৩৯ জন শিক্ষার্থী রয়েছে। জেলার মোট ৪০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ঠাকুরগাঁও উপজেলার সালান্দর মাদরাসার শিক্ষক নুর আলম বলেন, “বৃষ্টির কারণে শিক্ষার্থীরা কিছুটা মানসিক চাপে ছিল। তবুও তারা সাহস করে পরীক্ষা দিয়েছে। আমরা শিক্ষকরা পাশে থেকে সহযোগিতা করেছি।”
জেলা শিক্ষা অফিসার শাহিন আখতার বলেন, “বৈরী আবহাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিছু কেন্দ্রে সমস্যা হয়েছে বলে অভিযোগ পেয়েছি। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।”
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News