ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৫
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 11:35 PM, 11 April 2025.
Digital Solutions Ltd

বাণিজ্যযুদ্ধে ট্রাম্পের বিরুদ্ধে ভারতকে পাশে চায় চীন

Publish : 11:35 PM, 11 April 2025.
বাণিজ্যযুদ্ধে ট্রাম্পের বিরুদ্ধে ভারতকে পাশে চায় চীন

বাণিজ্যযুদ্ধে ট্রাম্পের বিরুদ্ধে ভারতকে পাশে চায় চীনঃ ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের চলমান বাণিজ্যযুদ্ধকে আরও তীব্র করেছে। এমন প্রেক্ষাপটে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন এখন ভারতের সমর্থন চাচ্ছে—বিশেষ করে যুক্তরাষ্ট্রের একতরফা শুল্কনীতির বিরুদ্ধে যৌথভাবে অবস্থান নিতে।

বুধবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বিবৃতিতে চীনের ভারত-নিযুক্ত দূতাবাসের মুখপাত্র ইউ জিং জানান, “চীন-ভারত সম্পর্ক অর্থনৈতিক ও বাণিজ্যিক পরিপূরকতার ভিত্তিতে দাঁড়িয়ে আছে। যুক্তরাষ্ট্রের এই অযৌক্তিক শুল্কনীতি উন্নয়নশীল দেশগুলোর স্বাভাবিক অগ্রগতিকে ব্যাহত করছে। চীন ও ভারতের উচিত এ ধরনের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ঘোষণা দেন, “চীন বিশ্ববাজারের প্রতি শ্রদ্ধা দেখাতে ব্যর্থ হয়েছে। এই কারণে চীনা পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করা হলো এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।”

অপরদিকে বিশ্বের ৭৫টিরও বেশি দেশের ওপর নতুনভাবে আরোপ করা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। তবে এসব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ হারে শুল্ক কার্যকর থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প।

চীনা মুখপাত্র ইউ জিং বলেন, “চীনের অর্থনীতি স্থিতিশীল এবং টেকসই গতিতে সম্প্রসারিত হচ্ছে। আমাদের শিল্পখাত সর্বাধুনিক প্রযুক্তির ভিত্তিতে গড়ে উঠেছে। আমরা বৈশ্বিক অর্থনৈতিক সংহতির পক্ষে এবং বহুপাক্ষিকতাবাদকে জোরালোভাবে সমর্থন করি।”

তিনি আরও বলেন, “বিশ্ব বাণিজ্য সংস্থার নির্দেশিত নীতির মাধ্যমে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ৩০ শতাংশ আসছে। কিন্তু যুক্তরাষ্ট্রের একতরফা শুল্কনীতি এই অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।”

চীন মনে করে, দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনীতি ভারত তাদের স্বার্থের ক্ষেত্রেও ভুগতে পারে, যদি যুক্তরাষ্ট্র একইভাবে শুল্ক আরোপের নীতি অব্যাহত রাখে। এ কারণে দুই বৃহত্তম উন্নয়নশীল অর্থনীতির দেশ হিসেবে চীন ও ভারতের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে বেইজিং।

ইউ জিং তার পোস্টে আরও বলেন, “বাণিজ্য ও শুল্কযুদ্ধের কোনো বিজয়ী থাকে না। একতরফাবাদ ও সুরক্ষাবাদের বিরোধিতা করে সব দেশের উচিত পারস্পরিক পরামর্শ, সহযোগিতা ও সম্মান বজায় রাখা।”

বিশ্লেষকদের মতে, চীন ও ভারতের অর্থনীতি যদি এই মুহূর্তে ঘনিষ্ঠভাবে কাজ করে, তবে তা কেবল এশিয়ার নয়, বৈশ্বিক অর্থনীতিতেও বড় প্রভাব ফেলবে। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

বিশ্ব রাজনীতিতে উত্তেজনার আবহে বাণিজ্য যুদ্ধ এখন শুধু দ্বিপাক্ষিক ইস্যু নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্য এবং কূটনৈতিক জোটগঠনের অন্যতম নিয়ামক হিসেবে বিবেচিত হচ্ছে।

 

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আবারও ১৪ এপ্রিল, সালমান খানকে প্রাণনাশের হুমকি—কাকতালীয় নাকি পরিকল্পিত? শিরোনাম ঐক্যের মাধ্যমে নির্বাচনের পথ সুগম হবে: ফখরুল শিরোনাম জিম্বাবুয়ে সিরিজে স্পিন দায়িত্বে সোহেল, ছুটিতে মুশতাক শিরোনাম স্বৈরাচারমুক্ত বাংলাদেশে প্রাণবন্ত বৈশাখ উদযাপন শিরোনাম ভারত-চীন আকাশপথে সম্পর্কের নতুন দিগন্ত: শিগগিরই চালু হতে পারে যাত্রীবাহী বিমান চলাচল শিরোনাম মায়ের জন্য কান্না, বাবাকে অপহরণকারী ভেবে গণপিটুনি