মাদকসেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতার দাবি অপপ্রচারঃ ছবি সংগ্রহীত
টুঙ্গিপাড়ার ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের ছাত্রদল নেতা হিসেবে পরিচিত সাহেদ তালুকদারের নামে ছড়িয়েছে একটি মাদক সেবনের ভিডিও, যা নিয়ে গোপালগঞ্জ জেলায় শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়। তবে সাহেদ নিজে দাবি করেছেন, ভিডিওটি তার নয় এবং তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।
মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে দেখা যায়, এক যুবক ও এক তরুণী ইয়াবা সেবনের প্রস্তুতি নিচ্ছে। ভিডিওতে কালো শার্ট পরা একজন যুবক মোবাইল ফোন সরিয়ে দিচ্ছে, যেটি দিয়ে ভিডিও ধারণ করা হচ্ছিল।
অনেকেই ভিডিওটি দেখে দাবি করেন, ওই যুবক হলেন ছাত্রদল নেতা সাহেদ তালুকদার। বিষয়টি ঘিরে দ্রুতই ছড়িয়ে পড়ে আলোচনা ও সমালোচনা।
ভিডিওটি সম্পূর্ণ অস্বীকার করে সাহেদ তালুকদার বলেন, “এই ভিডিওটি আমার নয়। আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমি ৫ আগস্ট সরকারের পতনের পর ছাত্রদলে যোগ দিই। আমি মাদকের বিরুদ্ধে ছিলাম বরাবরই। এমনকি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলায় অনেকে আমার ওপর ক্ষুব্ধ।”
তার দাবি, ছাত্রলীগের কিছু নেতা-কর্মী উদ্দেশ্যমূলকভাবে এই ভিডিওকে তার নামে চালিয়ে দিচ্ছে। তিনি বলেন, “আমি বিষয়টি জেলা নেতাদের জানিয়েছি। তাদের নির্দেশনা মতো পরবর্তী আইনি ব্যবস্থা নেব।”
এদিকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন বলেন, “সাহেদ এই বিষয়ে আমার সঙ্গে কথা বলেছে। সে জানিয়েছে ভিডিওটি তার নয়। তবে সাহেদ ছাত্রদলের কোনো সাংগঠনিক কমিটিতে নেই। যদি প্রমাণ হয় ভিডিওটি তার, তাহলে দল কোনও দায় নেবে না।”
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, “ছাত্রদলে মাদকসেবী বা চাঁদাবাজদের স্থান নেই। আমি এখনও ভিডিওটি দেখিনি। তবে যদি নিশ্চিত হওয়া যায় যে কেউ মাদক সেবনের সঙ্গে জড়িত, সে যেই হোক, তাকে ছাত্রদল থেকে বাদ দেওয়া হবে।”
তিনি আরও জানান, ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজে এখনও ছাত্রদলের কোনও আনুষ্ঠানিক কমিটি গঠন করা হয়নি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই ফেসবুকে চলছে নানা মন্তব্য ও বিতর্ক। কেউ বলছেন এটি পুরনো ভিডিও, কেউ বলছেন এটি বর্তমান সময়ের। অনেকেই মন্তব্য করছেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ছাত্রসংগঠনের ছত্রছায়ায় অপরাধমূলক কর্মকাণ্ড যেন বৈধতা পাচ্ছে—এটা বন্ধ করা জরুরি।
এই ভিডিওর সত্যতা নিয়ে এখনো কোনো নিরপেক্ষ তদন্ত হয়নি। তবে বিষয়টি রাজনৈতিকভাবে স্পর্শকাতর হওয়ায় ছাত্রদল ও অন্য রাজনৈতিক সংগঠনগুলো সতর্ক অবস্থানে রয়েছে। যদি এটি উদ্দেশ্যমূলক অপপ্রচার হয়, তাহলে দোষীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আবার যদি ভিডিওটি সত্য হয়, তবে রাজনৈতিক সংগঠনগুলোর উচিত হবে নিজেদের শুদ্ধিকরণ শুরু করা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News