ইসরাইল নয়, সৌদি আরবে পড়ল হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রঃ ছবি সংগ্রহীত
ইসরাইলের দিকে ছোড়া হুতি বিদ্রোহীদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছে সৌদি আরবের মাটিতে। এমন তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (৯ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টার দিকে ইয়েমেন থেকে ইসরাইল অভিমুখে ছোড়া ক্ষেপণাস্ত্রটি মাঝপথে সৌদি আরবে পড়ে। যদিও ক্ষেপণাস্ত্রটি ঠিক কোথায় গিয়ে আঘাত হেনেছে—তা স্পষ্ট করা হয়নি।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা ক্ষেপণাস্ত্রটির উপস্থিতি শনাক্ত করলেও এর কারণে কোনো সরাসরি হুমকি ছিল না। তাই দেশটির কোথাও সাইরেন বাজানো হয়নি।
এ ঘটনায় এখনও পর্যন্ত সৌদি আরব কিংবা হুতি গোষ্ঠীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে হুতিরা একই দিনে ইসরাইলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, ইয়েমেনভিত্তিক ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি সামরিক অভিযান শুরুর পর থেকেই ইসরাইল ও তার মিত্র দেশগুলোর বিরুদ্ধে আক্রমণাত্মক কার্যক্রম শুরু করে। বিশেষ করে লোহিত সাগর ও আশপাশের জলসীমায় ইসরাইলের স্বার্থ সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে তারা।
এ ধরনের হামলা চলতি বছরের ১৯ জানুয়ারি কিছুটা কমে এলেও, সম্প্রতি গাজায় নতুন করে সামরিক আগ্রাসন শুরু হলে হুতিরা আবারও আক্রমণ শুরু করে।
টাইমস অব ইসরাইল জানায়, ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত হুতিরা ইসরাইলের দিকে অন্তত ১৮টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে মাত্র ১০টি ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশে প্রবেশ করতে পেরেছে। বাকিগুলো মাঝপথেই ধ্বংস হয়ে গেছে বা লক্ষ্যচ্যুত হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশগুলোর ওপর পড়া কেবল সংঘাতকে বিস্তৃতই করবে না, বরং অঞ্চলজুড়ে নতুন করে অস্থিরতা ডেকে আনতে পারে।
এখন পর্যন্ত এই ঘটনায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনা নতুন করে নিরাপত্তা পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News