ছবি সংগ্রহীত
নিগার সুলতানা জ্যোতির ব্যাটে ঝড়, আর জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুনের ঘূর্ণিতে ধ্বংস লীলার মধ্য দিয়ে নারী ওয়ানডে ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় জয় তুলে নিল বাংলাদেশ। লাহোরে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে দারুণ সূচনা করল টাইগ্রেসরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) টস হেরে প্রথমে ব্যাট করে মাত্র ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৭১ রান, যা নারী ওয়ানডেতে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে থাইল্যান্ড গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে।
ব্যাট হাতে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার শারমিন আক্তার ও ফারজানা হক। দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। তবে ইনিংসের মূল চমক ছিল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত শতক। মাত্র ৮০ বলে ১০১ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে নিয়ে যান রেকর্ড গড়া সংগ্রহের পথে।
৩ উইকেটে ২৭১ রান—বাংলাদেশ নারী দলের ইতিহাসে এমন স্কোর আগে কখনও আসেনি। আগের সর্বোচ্চ ছিল ২৫৬ রান।
২৭১ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা কিছুটা ভালোই করেছিল থাই ব্যাটাররা। ৮ ওভারে তুলেছিল ৩৮ রান। কিন্তু নবম ওভারেই থাইল্যান্ডের ইনিংসে হানা দেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। এরপর শুরু হয় উইকেট পতনের মিছিল।
ফাহিমা ও জান্নাতুল—দুই স্পিনার মিলে তুলে নেন থাইল্যান্ডের সব ১০ উইকেট। তাতেই মাত্র ২৮.৫ ওভারে ৯৩ রানে থেমে যায় তাদের ইনিংস।
অবিশ্বাস্য বোলিং করেন জান্নাতুল ফেরদৌস। মাত্র ৫ ওভারে দেন ৭ রান, তুলে নেন ৫টি উইকেট। প্রথম ৪ ওভারে দেন মাত্র ১ রান এবং নেন ৫ উইকেট। শেষ ওভারে কিছুটা খরচ হলেও এর মধ্যেই গড়ে ফেলেন ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। অপরদিকে, ফাহিমা ৮.৫ ওভারে ২১ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। অফস্পিন ও লেগস্পিনের যুগলবন্দিতে কার্যত একাই গুঁড়িয়ে যায় থাইল্যান্ডের ব্যাটিং লাইনআপ।
ওয়ানডে ক্রিকেটে এটি বাংলাদেশ নারী দলের সবচেয়ে বড় জয়—রানের ব্যবধানে। আগের রেকর্ড ছিল ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫৪ রানের জয়।
নিগার সুলতানা বলেন, “দলগতভাবে দারুণ পারফরম্যান্স হয়েছে। ব্যাটাররা নিজেদের দায়িত্ব বুঝে খেলেছে, আর স্পিনাররা দারুণ পরিকল্পনায় কাজ করেছে। এই শুরুটা আমাদের আত্মবিশ্বাস দেবে সামনের ম্যাচগুলোতে।”
বিশ্বকাপ বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ আসরে এমন দাপুটে জয়ে উচ্ছ্বসিত পুরো দল। পরবর্তী ম্যাচে একই ধারা ধরে রাখতে চায় টাইগ্রেসরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News