ছবি সংগ্রহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রি করার অভিযোগে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল মিয়াকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাভেল মিয়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ কারণে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক তাকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের পাভেল মিয়ার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দিয়েছেন।
এদিকে, গত ৭ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে ঢাকায় কর্মরত সাংবাদিক রাহিদ রনি তার জমি থেকে মাটি বিক্রি করার অভিযোগ তুলে বলেন, পাভেল মিয়া ওই জমি থেকে ৬ ফুট গর্ত করে তিন লাখ টাকার মাটি বিক্রি করেছেন। এই ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সম্পাদকসহ জেলা ছাত্রদলের কাছে বিচার এবং শাস্তি দাবি করেন।
রাহিদ রনি বলেন, "এ ধরনের অপকর্ম একজন ছাত্রদল নেতার কাছে প্রত্যাশিত নয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।" তিনি আরও দাবি করেন, পাভেল মিয়া ছাত্রদল সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের মাধ্যমে নিজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করেছেন।
পাভেল মিয়ার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রদল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নিয়ে তার বহিষ্কার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে গণ্য হচ্ছে। তবে, এখনো পর্যন্ত পাভেল মিয়া এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।
এ ঘটনার পর থেকে উল্লাপাড়া অঞ্চলের স্থানীয় জনগণ ও ছাত্রদলের নেতাকর্মীরা এ পদক্ষেপকে সমর্থন জানাচ্ছেন এবং তারা আশা করছেন, ভবিষ্যতে ছাত্রদল শৃঙ্খলা রক্ষা করতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News