ছবি সংগ্রহীত
বাংলাদেশ যুব অধিকার পরিষদ পাবনা জেলা শাখার অধীনে চাটমোহর উপজেলা কমিটির আংশিক অনুমোদন ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন। সদ্য ঘোষিত এ কমিটিতে গুরুত্বপূর্ণ দুটি পদ পেয়েছেন এক সময়ের জাতীয় শ্রমিক লীগ নেতা এবং সৌদি প্রবাসী এক ব্যক্তি।
গত ৫ এপ্রিল জেলা সভাপতি সোহেল রানা নোমান ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের স্বাক্ষরে চাটমোহর উপজেলা যুব অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদিত হয়। আগামী এক বছরের জন্য ঘোষিত এ কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন মো. রিপন হোসেন, যিনি এর আগে জাতীয় শ্রমিক লীগ চাটমোহর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। আর সাংগঠনিক সম্পাদক হয়েছেন সৌদি প্রবাসী শরিফুল ইসলাম সবুজ।
কমিটিতে নাম আসার পরই নতুন করে আলোচনায় আসেন রিপন হোসেন। জানা গেছে, ২০২৩ সালের ১২ জানুয়ারি শেখ হাসিনা সরকারের সময় তিনি শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটিতে প্রথম সাংগঠনিক সম্পাদক হিসেবে যুক্ত হন। তখন থেকেই তিনি এলাকায় খাল-বিল দখলসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করেই গণঅধিকার পরিষদের রাজনীতিতে সক্রিয় হন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে যুব অধিকার পরিষদের কর্মী হিসেবে পরিচয় দিতে শুরু করেন এবং অবশেষে বাগিয়ে নেন সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ।
অন্যদিকে, বিদেশে অবস্থান করলেও সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন সৌদি প্রবাসী শরিফুল ইসলাম সবুজ। এ নিয়েও উঠেছে নানা প্রশ্ন—দেশে না থেকেও কীভাবে একজন গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে বসতে পারেন?
এ বিষয়ে নতুন কমিটির সভাপতি আতিকুর রহমান আতিক জানান, “রিপন হোসেন আগে শ্রমিক লীগ করতেন কিনা আমি জানি না। প্রায় এক মাস আগে আমরা জেলা কমিটিতে প্রস্তাব জমা দিয়েছিলাম। ৫ এপ্রিল সেটি অনুমোদিত হয়।”
পাবনা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহেল রানা নোমান বলেন, “রিপনের শ্রমিক লীগ সংশ্লিষ্টতা আমার জানা ছিল না। আর শরিফুল ইসলাম যে বিদেশে আছেন সেটিও আমি জানতাম না। তবে দলের জন্য কেউ বিদেশ থেকেও কাজ করতে পারে।”
এই আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জেলা কমিটি। তবে ইতোমধ্যেই বিতর্কিত ব্যাকগ্রাউন্ড ও অনুপস্থিত নেতার পদপ্রাপ্তি নিয়ে প্রশ্ন উঠেছে দলের অভ্যন্তরে এবং জনমনে।
নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব এবং স্বচ্ছ নেতৃত্ব গড়ার লক্ষ্যে যাত্রা শুরু করা একটি সংগঠনে এমন বিতর্কিত নিয়োগ কতটা গ্রহণযোগ্য—তা এখন সময়ই বলে দেবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News