ছাত্রদল নেতা জিহাদ হাওলাদারের ছত্রছায়ায় কাকা গ্রুপের উত্থান
রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদারের ছত্রছায়ায় কাকা গ্রুপ নামে একটি বাহিনী সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ মিলেছে। কাকা বাহিনী নামে পরিচিত এই বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে নানাবিধ অপকর্মের সাথে জড়িত।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সরকারি তিতুমীর কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশটে দেখা গেছে, তিতুমীর কলেজে পড়ুয়া কিছু শিক্ষার্থী "কাকা বাহিনী" নামে এক মেসেঞ্জার গ্রুপ খুলে সেখানে নারী শিক্ষার্থীদের নিয়ে অশ্লীল মন্তব্য এবং সিনিয়র-জুনিয়রদের মারার পরিকল্পনা করছে। এছাড়াও মদের বোতল নিয়ে হাসি-ঠাট্টায় মেতে আছে এবং একে-অপরকে অশ্লীল ডাক নাম নিয়ে অশ্লীল সংলাপ বলে চলছে।
এছাড়াও শিহাব নামে এক শিক্ষার্থীর দেওয়া পোস্টে দেখা যায়, কাকা বাহিনীর প্রধান মুজাহিদকে "সন্ত্রাসী" আখ্যা দিয়ে তার গ্রামের বাড়ী ঠাকুরগাঁওয়ে মুজাহিদের নানা অপকর্মের কথা তুলে ধরেন। এইদিকে কাকা গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পরে কাকা বাহিনীর কয়েকজন সদস্য ফেসবুক আইডি ডিএকটিভ করে গা ঢাকা দিয়েছে।
খোঁজ নিয়ে যায় যায়, কাকা বাহিনী নামে এই বাহিনীর প্রধান মুজাহিদ (২০২৩-২৪) সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী। তিনি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদারে অনুসারী। এছাড়াও কাকা বাহিনীর সদস্য হিসেবে নাম আসা সিমান্ত চৌধুরী, শেখ আফিফ দর্শন বিভাগের (২০২৩-২৪) সেশনের শিক্ষার্থী এবং নাম আসা আরেক শিক্ষার্থী মিহির সমাজবিজ্ঞান বিভাগের (২০২৩-২৪) সেশনের শিক্ষার্থীরা তারা সবাই তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদারে অনুসারী। জিহাদ হাওলাদারের সাথে একাধিক শোডাউনেও তাদের দেখা যায়।
কাকা বাহিনীর উত্থানে উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা কলেজ প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। ক্যাম্পাসে গড়ে ওঠা কিশোর গ্যাং বা বিভিন্ন বাহিনীর কারণে মারামারি, হট্টগোল ও বিশৃঙ্খলা লেগেই থাকে। এতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
তারা আরও বলেন, মারামারি কখনো ভালো কিছু বয়ে আনে না। তাই দ্রুত এসব বাহিনীর সদস্যদের পরিচয় শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কলেজ প্রশাসন যেন শক্তিশালী ভূমিকা পালন করে এবং ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সৌন্দর্য নিশ্চিত করে, এই প্রত্যাশা করি।
এই বিষয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসাইন বলেন, আমি বিষয়টি শুনেছি, ছাত্রদল সন্ত্রাস ও নৈরাজ্যে বিশ্বাস করে না। ৫ আগস্টের পর অনেকেই নতুনভাবে ছাত্রদলে যোগ দিয়েছে। ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন নেবে না। কেউ যদি ছাত্রদলের নাম ব্যবহার করে কোনো অপকর্ম করে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কাকা বাহিনীর সাথে সম্পৃক্ততার বিষয় জানতে যুগ্ম আহবায়ক জিহাদ হাওলাদারকে একাধিকবার মুঠোফোন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিতে এক নারী সাংবাদিককে হেনস্তার সাথে যুক্ত ছিলেন যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদার৷ এই বিষয়ে তদন্ত করতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News