রমজান মাসের তিন অনন্য আমল
পবিত্র রমজান মাস অন্যান্য মাসের তুলনায় বিশেষ ফজিলত ও মাহাত্ম্যের অধিকারী। এই মাসকে অন্য মাস থেকে আলাদা করেছে তিনটি গুরুত্বপূর্ণ আমল—রোজা, কোরআন তিলাওয়াত এবং লাইলাতুল কদর।
রোজা: তাকওয়ার অনুশীলন
রমজান মাসের সর্বশ্রেষ্ঠ ইবাদত রোজা। আল্লাহ তায়ালা এ মাসে রোজাকে ফরজ করেছেন, যাতে মানুষ তাকওয়া অবলম্বন করতে পারে। পবিত্র কোরআনে বলা হয়েছে—
"হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর।" (সূরা বাকারা: ১৮৩)
কোরআন তিলাওয়াত: হিদায়াতের আলো
রমজান মাস কোরআন নাজিলের মাস। রাসূল (সা.) ও সাহাবিগণ এ মাসে কোরআন তিলাওয়াতে অতিবাহিত করতেন। আল্লাহ বলেন—
"রমজান মাস, এ মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ।" (সূরা বাকারা: ১৮৫)
লাইলাতুল কদর: হাজার মাসের শ্রেষ্ঠ রাত
রমজান মাসের সর্বোত্তম ফজিলতপূর্ণ রাত লাইলাতুল কদর। আল্লাহ বলেন—
"শবে কদর এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।" (সূরা কদর: ৩)
রাসূল (সা.) বলেন, "তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান কর।" (বুখারি, ২০২০)
রমজানের এই তিন আমল আত্মশুদ্ধি, ইবাদত ও আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News