ছবি সংগ্রহীত
ভারতের দারুল উলুম দেওবন্দ শুরা সদস্য ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আওলাদে রাসুল হযরত মাওলানা মাহমুদ আসআদ মাদানি আসন্ন রমজানে বাংলাদেশে নফল ইতিকাফ করবেন।
রাজধানীর আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসা-মসজিদে তিনি ইতিকাফে বসবেন এবং ইসলাহি আমল, তালিম ও বয়ান করবেন। আগামী সোমবার (২ মার্চ) তিনি বাংলাদেশে আগমন করবেন বলে নিশ্চিত করেছেন মাদরাসার মুফতি মোহাম্মদ আলী।
মাহমুদ মাদানি ভারতের একজন প্রখ্যাত ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ। তিনি দারুল উলুম দেওবন্দের প্রাক্তন অধ্যক্ষ হুসাইন আহমদ মাদানির নাতি। উত্তর প্রদেশ থেকে ভারতের রাজ্যসভার সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছিলেন তিনি।
এছাড়া, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বাবরি মসজিদ ধ্বংস মামলায় বিশেষ আদালতের রায় নিয়ে মাহমুদ মাদানি বলেছিলেন, "এই রায় ন্যায়বিচারের পরিপন্থী এবং এটি প্রমাণ করে যে ভারতে প্রকৃত বিচার নেই।"
তিনি বাংলাদেশের আলেম-উলামা ও সাধারণ মুসল্লিদের ইতিকাফে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News