ছবি সংগ্রহীত
মদিনার শান্ত সুশৃঙ্খল পরিবেশে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবিদের পরীক্ষা নিলেন। এক গভীর উপলব্ধির বার্তা দিতে তিনি জিজ্ঞেস করলেন, "বৃক্ষলতার মধ্যে এমন একটি বৃক্ষ আছে, যার পাতা ঝরে না এবং তা হলো মুমিনের দৃষ্টান্ত। তোমরা বলতে পার, সেটি কোন বৃক্ষ?"
সাহাবিরা বিভিন্ন উত্তর দিলেও কেউ সঠিক উত্তর দিতে পারেননি। কনিষ্ঠ সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ঠিকই বুঝতে পেরেছিলেন যে উত্তরটি হলো খেজুর গাছ। কিন্তু প্রবীণ সাহাবিদের সম্মানার্থে তিনি চুপ ছিলেন। শেষে নবীজি নিজেই বললেন, "তা হলো খেজুর বৃক্ষ।"
পরবর্তীতে ইবনে ওমর রা. তাঁর পিতাকে জানালে তিনি আফসোস করে বললেন, "তুমি যদি উত্তর দিতে, তবে তা আমার জন্য অনেক মূল্যবান হতো।" (বুখারি: ৫৪৪৮, মুসলিম: ২৮১১)
মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেন, খেজুর বৃক্ষ যেমন ছায়া দেয়, ফল দেয়, কাঠ ও পাতাও উপকারী—ঠিক তেমনই একজন মুমিনও সমাজে কল্যাণ ছড়ায়, আল্লাহর আনুগত্য করে এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখে। নবীজির এই শিক্ষা আজও আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News